সমালোচিত খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বদলি

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বিভিন্ন অনিয়ম, তদবির ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আলোচনায় থাকা খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারকে অবশেষে বদলি করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে চুয়াডাঙ্গায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়নের নির্দেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব আমিনুল ইসলাম।

জানা যায়, দীর্ঘদিন ধরে তাছলিমা আক্তারের বিরুদ্ধে তদবিরের মাধ্যমে পদায়ন, সরকারি বাসা সংস্কারের নামে অতিরিক্ত অর্থ উত্তোলন এবং জেলা পরিষদের ভাড়া করা গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ ওঠে। গত ৭ জুলাই কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মন্ত্রিপরিষদ সচিবের কাছে এসব অভিযোগ করে লিখিত আবেদন দাখিল করেন।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

অভিযোগে বলা হয়, যোগদানের পর তিনি পরিষদের সচিবের জন্য নির্ধারিত ‘কনডেমড’ সরকারি বাসাটি মাত্র ৫ হাজার টাকায় বরাদ্দ নেন এবং বাসা মেরামতের জন্য ৬ জন চতুর্থ শ্রেণির কর্মচারীর নামে ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। একইসঙ্গে দোলনা স্থাপনের জন্য উন্নয়ন খাত থেকে আরও ১ লাখ টাকার প্রকল্প অনুমোদন নেন, যা বিধি বহির্ভূত।

এ ছাড়া জেলা পরিষদের সরকারি জিপ নষ্ট হয়ে যাওয়ার পর ভাড়া করা গাড়িটি বিধিনিষেধ থাকা সত্ত্বেও ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগও ওঠে। বাজার করা, পারিবারিক ভ্রমণ, মেয়ের স্কুলে যাতায়াত, স্বামীর কর্মস্থলে আনা-নেওয়া, আত্মীয়দের জিনিস পরিবহন—সবই ওই গাড়িতে করা হয়েছে বলে তদন্তে উঠে আসে। অভিযোগকারীরা আরো দাবি করেন, তিনি যোগদানের পর কোনো উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন না করায় পরিষদের নিয়মিত কাজ ব্যাহত হয়।

এসব অভিযোগের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২১ জুলাই খুলনা জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন চাইলে বিষয়টি গুরুত্ব পায়। পরবর্তী পদক্ষেপ হিসেবে সর্বশেষ প্রজ্ঞাপনে তাছলিমা আক্তারকে খুলনা জেলা পরিষদ থেকে সরিয়ে চুয়াডাঙ্গায় বদলি করা হয়।

একই আদেশে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামের সহকারী পরিচালক সাখাওয়াত জামিল সৈকতকে চট্টগ্রামে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক ঐতিহাসিক রায় ঘোষণা করেছে, যা ১৪ বছর আগে দেওয়া ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুরোপুরি বাতিলের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করে

৩১ মিনিট আগে

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ৫ম দিন ধরে প্রভাষকদের কর্মবিরতি চলছে

১ ঘণ্টা আগে

বিভিন্ন অনিয়ম, তদবির ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আলোচনায় থাকা খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারকে অবশেষে বদলি করা হয়েছে

১ ঘণ্টা আগে

শ্রীমঙ্গলে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সভাপতি ও সুপরিচিত সমাজসেবক মাওলানা এম এ রহীম নোমানীর একমাত্র কন্যা নুসরাত জাহান নোমানী মাহিমার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন ছিল সৌহার্দ্য, আন্তরিকতা ও উৎসবমুখর পরিবেশে ভরপুর

২ ঘণ্টা আগে