জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পেয়ে বিশ্ব জয়ের পথ সুগম করল শিক্ষার্থীরা

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৫–এর জাতীয় পর্বে অসাধারণ সাফল্য অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতার ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির সিনিয়র গ্রুপে শিক্ষা প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক লাভ করে।

শিক্ষার্থী অন্তু, ফুয়াদ ও মিজান এর সমন্বয়ে দলটির প্রত্যেকেই গোল্ড মেডেল অর্জনের গৌরব অর্জন করে। যা তাঁদেরকে সিঙ্গাপুরে অনুষ্ঠাতব্য আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের দ্বার উন্মোচন করে দিয়েছে।

একই প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপেও শিক্ষা প্রতিষ্ঠানটির অন্য একটি দল উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। অষ্টম শ্রেণির সাবিব, রোশান ও নবম শ্রেণির মাহির এর সমন্বয়ে গঠিত এ দল জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করে। তাঁরা বর্তমানে রোবট ক্যাম্পিংয়ে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পর্বে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করার আশা রাখছে।

প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ের প্রভাষক মো. বায়েজীদ হোসেন শিক্ষার্থীদের এ অনন্য সাফল্যের পেছনের কাহিনি তুলে ধরে বলেন, যে-কোনো সাফল্যের জন্য তিনটি কাজ অপরিহার্য। এসব হচ্ছে, ডেডিকেশন, মোটিভেশন ও সাপোর্ট। আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজের নিরন্তর সহযোগিতা ও দূরদর্শী নেতৃত্ব শিক্ষার্থীদের এ অর্জনের মূল চালিকাশক্তি।”

তিনি আরও জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের রোবটিক্সে আগ্রহী করে তোলার জন্য নানা ধরনের সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত কোডিং ক্লাস, অ্যাকাডেমিক পাঠ্যক্রমে প্রোগ্রামিং ও আর্ডুইনো প্রশিক্ষণের অন্তর্ভুক্তি, ছোটোদের জন্য কিডস প্রোগ্রামিং সেশন, এবং দক্ষ শিক্ষার্থীদের জন্য রোবটিক্স কিটস ও যন্ত্রাংশ ক্রয়ে এককালীন বৃত্তি উপহার।

এসব সার্বিক সাপোর্ট, শিক্ষকদের অবিরাম প্রেরণা বা মোটিভেশন ও শিক্ষার্থীদের ডেডিকেশন-এর সমন্বয়ে এধরণের সাফল্য সম্ভব হয়। জাতীয় মঞ্চে অর্জিত এ গৌরব ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড -২০২৫ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

৬ ঘণ্টা আগে

সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন

৬ ঘণ্টা আগে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

৭ ঘণ্টা আগে

শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

৭ ঘণ্টা আগে