ফুলতলায় দেশি-বিদেশি অস্ত্রসহ যুবক আটক

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ফুলতলা বাজারে সোমবার রাতে যৌথ বাহিনী দেশি-বিদেশি অস্ত্রসহ সেলিম শেখ (৩৭) নামের এক যুবককে আটক করেছে। সোমবার (২১ এপ্রিল) ফুলতলা বাজারের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শেখের ছেলে সেলিম শেখকে রাত ৩টার দিকে আটক করা হয়।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লাল হোসেন জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সেলিমের বাড়ি থেকে ৭টি ছেন দা ও একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করেন। পরে সেলিমকে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে সেলিম একনালা বন্দুকের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তার বিরুদ্ধে অন্য কোন অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন