সৈয়দপুরে ভিবিএসজেড এর শতাধিক দুস্থদের খাদ্য সহায়তা

প্রতিনিধি
সৈয়দপুর, নীলফামারি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে শতাধিক দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী সহায়তা তুলে দিয়েছে ভিজিউয়াল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি (ভিবিএসজেড) নামের একটি সংস্থা।

রোববার (৯ নভেম্বর) শহরের পৌর কমিউনিটি সেন্টারে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে ওই প্রতিষ্ঠানে সৈয়দপুরের ফিউচার বিল্ডার্স দল।

৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল, ১ লবণ, ১ কেজি ডাল, ১ টি সাবানসহ অন্যান্য খাদ্য সামগ্রী ওই দুস্থদের হাতে তুলে দেয় সংস্থার সদস্যরা।

সৈয়দপুর শাখার সুপার ভাইজার মো. মিলন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৈয়দপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও সমাজসেবক মো. আব্দুল খালেক সাবু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন পৌরসভার হিসাব রক্ষক মো. আবু তাহের, ছাত্রনেতা নয়ন, রবিউল আলম প্রমুখ। আগত অতিথিরা উপস্থিত থেকে দুস্থ পরিবারগুলোর মাঝে ওই খাদ্যসামগ্রী তুলে দেন।

সংস্থার সৈয়দপুর শাখার সুপার ভাইজার মো. মিলন বলেন, আমাদের (ভিবিএসজেড) সংস্থার পক্ষে থেকে আজকে দুস্থদের মাঝে সামান্য উপহার দিলাম, এটা এইসব পরিবারের প্রাপ্য ছিল। সত্যিকার অর্থে যারা গরীব, অসহায়, কর্মহীন ও নিম্ন মধ্যবিত্ত, তারা যেন এই সহায়তা পায়, সেই লক্ষ্যেই আমাদের এই খাদ্য বিতরণ।

ফিউচার বিল্ডার্স সৈয়দপুরের বিকি, নাহিদ, আরিফসহ অন্যান্য সদস্যরা শহরের বিভিন্ন মহল্লা থেকে ওই দুস্থ পরিবারের তালিকা করেন।

আগত অতিথিরা জানান, এরূপ তরুণ সদস্যদের নিয়ে সংস্থাগুলো গরিবদের সহায়তা এগিয়ে আসা একটি ভালো দিক। এটি দেখে অন্যান্যরা অনুপ্রাণিত হবে।

উল্লেখ্য ভিজিউয়াল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি (ভিবিএসজেড) সংস্থাটি দেশের বিভিন্ন প্রান্তে গরিবদের মাঝে এরূপ সহায়তা দিয়ে আসছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ৫ম দিন ধরে প্রভাষকদের কর্মবিরতি চলছে

৫ মিনিট আগে

বিভিন্ন অনিয়ম, তদবির ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আলোচনায় থাকা খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারকে অবশেষে বদলি করা হয়েছে

১৩ মিনিট আগে

শ্রীমঙ্গলে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সভাপতি ও সুপরিচিত সমাজসেবক মাওলানা এম এ রহীম নোমানীর একমাত্র কন্যা নুসরাত জাহান নোমানী মাহিমার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন ছিল সৌহার্দ্য, আন্তরিকতা ও উৎসবমুখর পরিবেশে ভরপুর

১ ঘণ্টা আগে

রাজধানীতে মোবাইল ব্যবসায়ীরা বন্ধ ঘোষণা করায় ক্রেতাদের জন্য দিনের শুরু থেকেই বিভ্রান্তি ও ভিড়ের সৃষ্টি হয়েছে। বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট, মোতালেব প্লাজা, স্টার্ন প্লাজাসহ বিভিন্ন বাজারে ক্রেতারা মোবাইল কিনতে বা সারাতে এসে ফিরতে বাধ্য হচ্ছেন, কারণ দোকানপাট বন্ধ

১৬ ঘণ্টা আগে