পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রতিনিধি
পঞ্চগড়
Thumbnail image
ছবি: প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাক্টরের চাপায় চিকন লাল বর্মণ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত চিকন লাল উপজেলার ধামোর ইউনিয়নের লতিঝাড়ি কনপাড়া গ্রামের মৃত হরিপ্রসাদের ছেলে।

রনজিত কুমার রায় নামে এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার বিকালে আটোয়ারী উপজেলার তোড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ খেলা শেষে দল নিয়ে ট্রাক্টরে করে ফিরছিলেন পঞ্চগড় সদর উপজেলার শেখপাড়া এলাকার খেলোয়াড়েরা। খেলায় জয় লাভ করে বেপরোয়া গতিতে মহেন্দ্র গাড়ি নিয়ে বাসায় ফিরছিলেন তাঁরা। পরে শিকটিহারি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়া বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয় ট্রাক্টরটি। এতে সড়কের ধারে ছিটকে পড়েন তারা। এসময় স্ত্রী সামান্য আহত হলেও গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণ। পরে তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা চিকন লালকে মৃত ঘোষণা করেন।

পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এদিকে, ঘটনার পরপরই ঘাতক ট্র্যাক্টর রেখে চালক পালিয়ে যান। পরে বারঘাটি পুলিশের তদন্ত কেন্দ্র ওই গাড়িটিকে জব্দ করেছে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা চিকন লাল বর্মণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

১৫ ঘণ্টা আগে

সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন

১৫ ঘণ্টা আগে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

১৬ ঘণ্টা আগে

শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

১৬ ঘণ্টা আগে