মানিকগঞ্জে তিন স্থানে আগুন, প্রশাসনের ধারণা নাশকতা

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

সোমবার (১০ নভেম্বর) রাতেই মানিকগঞ্জের তিন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শিবালয়, সাটুরিয়া ও ঢাকা–আরিচা মহাসড়কে এসব ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় প্রশাসনের ধারণা, এগুলো নাশকতা ও ভয় সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এর সঙ্গে জড়িত থাকতে পারে।

রবিবার রাতে প্রথম অগ্নিকাণ্ড ঘটে শিবালয় উপজেলার উথলী মোড়ে, যেখানে পার্কিং করা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেওয়া হয়। গাড়িটি ফাঁকা থাকায় হতাহতের ঘটনা হয়নি। স্থানীয়দের সহায়তায় নবগ্রাম ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

সাটুরিয়া উপজেলার দরগ্রামে রাত আড়াইটার দিকে গ্রামীণ ব্যাংকের অফিস চত্ত্বরে আরেকটি অগ্নিসংযোগ ঘটে। ব্যাংকের কর্মীরা ও স্থানীয়রা আগুন নেভান। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার ইয়াসমিন খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

ঢাকা–আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশেও একই রাতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাংশ। সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ফুয়াদ রহমান খান ফেসবুকে আগুন জ্বালানোর ভিডিও পোস্ট করেন, যেখানে নেতাকর্মীরা রাতের আঁধারে স্লোগান দিয়ে মহাসড়কে আগুন জ্বালাচ্ছেন।

পুলিশ জানায়, আগামী ১৩ নভেম্বর ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এই অগ্নিসংযোগ ঘটতে পারে। বিএনপি বলেছে, “রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে তিন স্থানে আগুন লাগানো হয়েছে, এটি কাকতালীয় নয়।”

জেলার গোয়েন্দা কর্মকর্তা জানান, সব ঘটনার পেছনে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় ভূমিকা আছে। পুলিশ সুপার ইয়াসমিন খাতুন বলেন, “তিনটি ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো রাজনৈতিক অস্থিরতার অংশ।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে ৫ম দিন ধরে প্রভাষকদের কর্মবিরতি চলছে

৬ মিনিট আগে

বিভিন্ন অনিয়ম, তদবির ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আলোচনায় থাকা খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারকে অবশেষে বদলি করা হয়েছে

১৪ মিনিট আগে

শ্রীমঙ্গলে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশনের সভাপতি ও সুপরিচিত সমাজসেবক মাওলানা এম এ রহীম নোমানীর একমাত্র কন্যা নুসরাত জাহান নোমানী মাহিমার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন ছিল সৌহার্দ্য, আন্তরিকতা ও উৎসবমুখর পরিবেশে ভরপুর

১ ঘণ্টা আগে

রাজধানীতে মোবাইল ব্যবসায়ীরা বন্ধ ঘোষণা করায় ক্রেতাদের জন্য দিনের শুরু থেকেই বিভ্রান্তি ও ভিড়ের সৃষ্টি হয়েছে। বসুন্ধরা সিটি মোবাইল মার্কেট, মোতালেব প্লাজা, স্টার্ন প্লাজাসহ বিভিন্ন বাজারে ক্রেতারা মোবাইল কিনতে বা সারাতে এসে ফিরতে বাধ্য হচ্ছেন, কারণ দোকানপাট বন্ধ

১৬ ঘণ্টা আগে