খুলনা
খুলনা নগরীতে হঠাৎ ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২০ এপ্রিল খুলনার বিভিন্ন এলাকায় জেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করে এসব সংগঠনের নেতাকর্মীরা। নগরীতে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে তাদের শনাক্তে সাঁড়াশি অভিযান শুরু করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
এর ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ২১ এপ্রিল রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে রবিউল আলম রবি (৫১), মিলন রায় চৌধুরী (৫৩), বোরহান শেখ (৫২), অসিত বাগচি (৪৫) ও বায়েজীদ শেখ (৩২)-কে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মিছিলের ছবি-ভিডিও বিশ্লেষণ করে অন্য অংশগ্রহণকারীদেরও শনাক্ত করা হচ্ছে। নগরীতে যাতে এ ধরনের মিছিলের নামে কেউ আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে।
খুলনা নগরীতে হঠাৎ ঝটিকা মিছিলের ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২০ এপ্রিল খুলনার বিভিন্ন এলাকায় জেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করে এসব সংগঠনের নেতাকর্মীরা। নগরীতে অস্থিতিশীলতা তৈরির অভিযোগে তাদের শনাক্তে সাঁড়াশি অভিযান শুরু করে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
এর ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ ২১ এপ্রিল রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে রবিউল আলম রবি (৫১), মিলন রায় চৌধুরী (৫৩), বোরহান শেখ (৫২), অসিত বাগচি (৪৫) ও বায়েজীদ শেখ (৩২)-কে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মিছিলের ছবি-ভিডিও বিশ্লেষণ করে অন্য অংশগ্রহণকারীদেরও শনাক্ত করা হচ্ছে। নগরীতে যাতে এ ধরনের মিছিলের নামে কেউ আতঙ্ক ছড়াতে না পারে, সেজন্য পুলিশি টহল বাড়ানো হয়েছে।