বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সর্ববৃহৎ পূজা মণ্ডপ গাওলা তেঁতুলবাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, “আবহমানকাল ধরে আপনারা ধর্মীয় কৃষ্টি ও পূজা-অর্চনা পালন করে আসছেন। পূজায় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, কিন্তু এটি নির্বিঘ্ন নয়। নির্বিঘ্নতা মানে হলো কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করা। সরকার চায়, আপনারা সত্যিকারের নির্বিঘ্নে পূজা ও ধর্মীয় সংস্কৃতি পালন করতে পারেন। সেই লক্ষ্যে সরকার কাজ করছে।”
এর আগে তিনি উপজেলার জয়ডিহি কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর মেজর মো. রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুসহ প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পূজা উদ্যাপন পরিষদের নেতা অসীম মন্ডলসহ স্থানীয়রা বলেন, এ সফরে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়েছে। পরিদর্শনকালে পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুল, উলুধ্বনি ও ঢাকঢোল বাজিয়ে অতিথিকে অভিনন্দন জানানো হয়।
বাগেরহাটের মোল্লাহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল হাফিজ।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সর্ববৃহৎ পূজা মণ্ডপ গাওলা তেঁতুলবাড়ি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, “আবহমানকাল ধরে আপনারা ধর্মীয় কৃষ্টি ও পূজা-অর্চনা পালন করে আসছেন। পূজায় নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়, কিন্তু এটি নির্বিঘ্ন নয়। নির্বিঘ্নতা মানে হলো কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করা। সরকার চায়, আপনারা সত্যিকারের নির্বিঘ্নে পূজা ও ধর্মীয় সংস্কৃতি পালন করতে পারেন। সেই লক্ষ্যে সরকার কাজ করছে।”
এর আগে তিনি উপজেলার জয়ডিহি কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সেনাবাহিনীর মেজর মো. রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুসহ প্রশাসনের কর্মকর্তারা।
এছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পূজা উদ্যাপন পরিষদের নেতা অসীম মন্ডলসহ স্থানীয়রা বলেন, এ সফরে তাদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার হয়েছে। পরিদর্শনকালে পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুল, উলুধ্বনি ও ঢাকঢোল বাজিয়ে অতিথিকে অভিনন্দন জানানো হয়।
সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
১০ ঘণ্টা আগেসকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন
১০ ঘণ্টা আগেবৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
১১ ঘণ্টা আগেশিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব
১১ ঘণ্টা আগেসভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে
শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব