প্রতিমা ভাংচুরে মানসিক প্রতিবন্ধি যুবক গ্রেফতার: থানায় মামলা

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পাড়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিমা ভাংচুরের ঘটনায় এরফান আলী (১৮)নামে এক মানসিক প্রতিবন্ধি যুবককে এলাকাবাসী আটক করে স্থানীয় থানায় সোপোর্দ করেছে।

এই ঘটনা সহ নীলফামারীর ৪টি কালী মন্দিরে পর্যায়েক্রমে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার নামক স্থানে ওই ঘটনাটি ঘটে।

এসময় স্থানীয়রা ভাঙচুরের ঘটনায় সময় হাতেনাতে এরফান আলী(১৮) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আটক ইরফান আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসন এলাকার বাসিন্দা মঈন খানের পুত্র।

তবে মঈন খান জানান, দীর্ঘদিন ধরে এরফান আলী মানসিক সমস্যায় ভুগছে। তার এ সমস্যার সমাধানে কবিরাজি চিকিৎসা চলছে। সে সব সময় কোরআন তেলাওয়াত করতো বলে জানান তিনি।

সংগলশী ইউনিয়ন বিএনপি'র সভাপতি জিয়াউর রহমান জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং চারটি প্রতিমা ভাংচুর করেছে-এমনটি দেখতে পান। তবে প্রাথমিকভাবে ওই যুবকের কথাবার্তা অসংলগ্ন ছিল বলে জানান তিনি। এসময় ওই যুবক পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করছিলেন এবং বলছিলেন পাশের দুর্গা মণ্ডপের প্রতিমা গুলো ভাঙচুর করবেন।

এ ঘটনায় মন্দির কমিটির সেক্রেটারি বিজয় চন্দ্র রায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতেই নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবীব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

১১ ঘণ্টা আগে

সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন

১২ ঘণ্টা আগে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

১২ ঘণ্টা আগে

শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

১২ ঘণ্টা আগে