প্রশাসনের তিন স্তরের নিরাপত্তা

বাগেরহাটে শতাধিক প্রতিমায় দুর্গাপূজার আয়োজন

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীল আকাশে সাদা তুলার মতো মেঘ আর মিষ্টি হিমেল বাতাস জানান দিচ্ছে শারদীয় দুর্গোৎসবের। বাগেরহাটে এবার ৬০৫ টি দুর্গা মণ্ডপে দেবীর আরাধনা করবেন ভক্তরা। তার মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে কয়েকটি মণ্ডপে প্রায় শতাধিক প্রতিমা তৈরি করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।

সর্বাধিক সংখ্যা প্রতিমা নিয়ে জেলার সব থেকে বড়ো দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে চিতলমারী উপজেলার চন্ডীভিটা গ্রামে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চরবানিয়ারি চন্ডীভিটা সার্বজনীন পূজা মণ্ডপে তৈরি করা হয়েছে প্রায় দুই শতাধিক প্রতিমা। রামায়ণ-মহাভারত আর পৌরাণিক ধর্মীয় কাহিনির বিভিন্ন থিম ফুটিয়ে তোলা হয়েছে সেখানে।

একই উপজেলার পাঁচপোতা গ্রামে দেড় শতাধিক প্রতিমা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজার আয়োজন। শারদীয় উৎসব উপলক্ষ্যে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। আকর্ষণীয় ভাবে সাজানো হয়েছে প্যান্ডেল।

একইভাবে বাগেরহাট সদর উপজেলার পোলঘাট সার্বজনীন দুর্গা মন্দিরে রায় দেড় শতাধিক প্রতিমা তৈরি করা হয়েছে। আলোকসজ্জার পাশাপাশি বর্ণাঢ্য সাজে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেল।

সদর উপজেলার ঐতিহ্যবাহী চুলকাঠি বনিকপাড়া দুর্গা মণ্ডপে গতবারের মতন বিশাল আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এই পূজা মণ্ডপে তৈরি করা হয়েছে ১৫১ টি প্রতিমা।

প্রায় প্রতিটি মণ্ডপে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট রাখা হয়েছে। মণ্ডপের এন্ট্রি পয়েন্ট থেকে প্রবেশের পর দুপাশেই চোখে পড়বে সারি সারি প্রতিমা। এসব মণ্ডপে শিল্পীরা রং তুলিতে ফুটিয়ে তুলেছেন দেবী দশভুজা দুর্গাকে। রামায়ণ ও মহাভারতের কাহিনি থেকে বিভিন্ন বিষয়কে নিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা।

চরবানিয়ারি চন্ডীভিটা সার্বজনীন দুর্গা মণ্ডপের সম্পাদক জানান, - পূজা উপলক্ষ্যে সকল ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রশাসন এবং রাজনৈতিক মহল পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে তাদেরকে সহযোগিতা করছেন।

জেলা বিএনপির যুগ্মআহবায়ক ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন , বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক জিয়া আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রতিটি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেই নির্দেশনা অনুযায়ী আমরা বাগেরহাটের প্রতিটি উপজেলার ও পৌরসভার সভাপতি সেক্রেটারির সঙ্গে বৈঠক করেছি। তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এড. মাও: শেখ আব্দুল ওয়াদুদ বলেন, আমরা বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সভার মিটিংয়ে আবেদন জানিয়েছিলাম এই দুর্গোৎসব যাতে শান্তির সাথে শৃঙ্খলার সাথে বাগেরহাট জেলায় পালিত হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে। সাথে সাথে যদি প্রয়োজন হয় আমরাও ভলেন্টিয়ার দেবো যাতে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, পূজা অনুষ্ঠানের শুরু থেকে পূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক পুলিশের ডিউটি থাকবে। কয়েকটি পূজা মণ্ডপ নিয়ে টহল টিম কাজ করবে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ কাজ করবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার ইচ্ছা কারো থেকেও থাকে, যাতে আমরা আগেই সংবাদ পেয়ে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

সভা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষকদের মর্যাদা ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

১৩ ঘণ্টা আগে

সকালে কালোমেঘে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় প্রকৃতি। বৃষ্টির সঙ্গে সঙ্গে হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে টিনশেড ও আধা-পাকা ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ে। অল্প সময়ের এই ঝড়ে দুই ইউনিয়নের প্রায় ১২ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন

১৩ ঘণ্টা আগে

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

১৪ ঘণ্টা আগে

শিক্ষকরা শিক্ষা বাদে যখন অন্য কিছুতে জড়িত হয় তখন মর্যাদার সংকট তৈরি হয়। শিক্ষকদের নৈতিক শিক্ষা গ্রহণ করে চলতে হবে তবেই চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব

১৪ ঘণ্টা আগে