অনাবৃষ্টিতে নীলফামারীতে আমন চাষ ব্যাহত

প্রতিনিধি
নীলফামারী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

আষাঢ় মাস শেষেও নীলফামারীতে দেখা মিলছে না বৃষ্টি। এতে করে খরিফ-২ মৌসুমের আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নীচু জমির জন্য দ্বি-চারাও (স্থানীয় ভাষায় বলান) করতে পারছে না কৃষক। মাঠে পানি না থাকার কারণে অনেক খরচ করে দ্বি-চারা করতে হচ্ছে।

দীর্ঘ চার মাস থেকে খরায় পৌঁছে নীলফামারী। মাঝে-মধ্যে ছিটে-ফোটা বৃষ্টি নামলেও মাটি ভাল মত ভিজছে না । আমনের জমি খাঁ খাঁ করছে। নীচু জমিতে আমন রোপণের জন্য দ্বি-চারা করা প্রয়োজন। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় কৃষকরা অনেক খরচ করে সেচ দিয়ে দ্বি-চারা করছেন। খরিপ-২ মওসুমের আমন ধান চাষ সম্পূর্ণ বৃষ্টির পানি নির্ভর। বাড়তি সেচ ছাড়াই আমন ধান চাষ করে তাদের গোলায় তুলে। ফলে খুশি হয়েই কৃষকরা নবান্ন উৎসব করে।

photo(3).nilphamari.09.07.2025

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, এবারে আমন মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ৩ লাখ ৬৭ হাজার ৯ শত ২০ মেট্রিক টন। জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ১ লাখ ১৩ হাজার ২ শত ২০ হেক্টর জমি। এ পর্যন্ত অর্জন হয়েছে, মাত্র ৫ শত ৫৭ হেক্টর। চলতি বছরের মার্চ মাসে মাত্র ৩ মিলিমিটার, এপ্রিল মাসে ১ শত ৩০ মিলিমিটার, মে মাসে ৩ শত ২৬ মিটিমিটার, জুন মাসে ৩ শত ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জুলাই মাসে বৃষ্টিপাতের কোন রেকর্ড নেই।

নীলফামারী সদর উপজেলার কঢ়ুকাটা ইউনিয়নের মানুষগড়া গ্রামের কৃষক সাফিউল বলেন, চারার বয়স সাধারণত ২৫ থেকে ৩০ দিন বয়স হলেই আমন রোপণ করতে হয়। আমার চারার বয়স ৩৫ দিন পার হলেও অনাবৃষ্টির কারণে আমন রোপণ করতে পারেনি।

photo(1).nilphamari.09.07.2025

নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম বলেন, আমন চাষ শুরু হয় ১৬ জুলাই থেকে। নীলফামারীর অধিকাংশ কৃষক, আগাম আলু চাষ করেন। এ কারণেই অনেকেই হাইব্রীজ জাত ও উপশি জাতের পাশাপাশি আমনের চারা আগাম করে থাকেন। এখনও সময় আছে। ক্লাইমেট পরিবর্তন হয়েছে। বৃষ্টিপাত না হলে, সেচের মাধ্যমে দ্রুত আমন চাষ করতে হবে। সেক্ষেতে জেলার আলু চাষি কৃষক ভাইরা আমন গোলায় তুলে আগাম আলু রোপণ করতে পারবে। আসমানের পানিতে অনেক পুষ্টি উপাদান আছে। বৃষ্টি নামলে আমন ক্ষেত সবুজে ভরে যাবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরিবেশ নিয়ে আরও পড়ুন

শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার নিখাদ খবরকে বলেন,আসলে বিষয়টি আমরা এভাবে কখনো ভাবিনি। সরকারি চাকুরি করি। যখন যেখানে পোস্টিং হবে সেখানেই কাজ করতে হবে। নরসিংদী জেলার ৫ জন কর্মকর্তা এক উপজেলা থাকায় আমাদের বাড়তি কোনো সুবিধা নেই। তবে ভাবতে খুব ভালো লাগে।

১ ঘণ্টা আগে

আটককৃত ভারতীয় মালামালের মূল্য দশ লাখ সাতাশ হাজার পাঁচশত টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

২ ঘণ্টা আগে

রাজধানীর বকশীবাজারে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. জহুরুল হক সেলিম (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

৩ ঘণ্টা আগে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেছেন,জেলা পরিষদ হবে জনবান্ধব ও দুর্নীতি মুক্ত। আমরা অতীতের সকল অপবাদ-গ্লানি মুছে নতুনভাবে পথ চলতে চাই।

৩ ঘণ্টা আগে