খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হবে জনবান্ধব ও দুর্নীতি মুক্ত

নবাগত চেয়ারম্যান শেফালিকা

প্রতিনিধি
খাগড়াছড়ি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেছেন,জেলা পরিষদ হবে জনবান্ধব ও দুর্নীতি মুক্ত। আমরা অতীতের সকল অপবাদ-গ্লানি মুছে নতুনভাবে পথ চলতে চাই। এ ক্ষেত্রে তিনি সাংবাদিক, পরিষদের সদস্য,কর্মকর্তা-কর্মচারী ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা প্রত্যাশা করেন।

বুধবার (৯ জুলাই) সকালে দশম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,জেলার উন্নয়নের জেলা পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদ বৈষম্যহীন একটি জেলা হিসেবে জেলার পরিচিতিতে বিশ্বাস করে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের,প্রেসক্লাবের সভাপতি তরুণ ভটট্টাচর্য,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ পরিষদের সদস্য সদস্য,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি, এনজিও, অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের ১৪ জন সদস্য কর্তৃক সদস্যদের অবমূল্যায়ন,খারাপ আচরণ,হস্তান্তরিত বিভাগের বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচারণ,স্বেচ্ছাচারিতা,স্বজনপ্রীতিসহ শিক্ষক বদলি বাণিজ্য,ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য ও চরম দুর্নীতির অভিযোগে ৭ জুলাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

তার এক দিন পর মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক পরিপত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন-এর ১৪ ধারায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত

পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার নিখাদ খবরকে বলেন,আসলে বিষয়টি আমরা এভাবে কখনো ভাবিনি। সরকারি চাকুরি করি। যখন যেখানে পোস্টিং হবে সেখানেই কাজ করতে হবে। নরসিংদী জেলার ৫ জন কর্মকর্তা এক উপজেলা থাকায় আমাদের বাড়তি কোনো সুবিধা নেই। তবে ভাবতে খুব ভালো লাগে।

১ ঘণ্টা আগে

আটককৃত ভারতীয় মালামালের মূল্য দশ লাখ সাতাশ হাজার পাঁচশত টাকা।জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

২ ঘণ্টা আগে

রাজধানীর বকশীবাজারে দুই বাসের মাঝে চাপা পড়ে মো. জহুরুল হক সেলিম (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

৩ ঘণ্টা আগে

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেছেন,জেলা পরিষদ হবে জনবান্ধব ও দুর্নীতি মুক্ত। আমরা অতীতের সকল অপবাদ-গ্লানি মুছে নতুনভাবে পথ চলতে চাই।

৩ ঘণ্টা আগে