পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন শীত

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১০.৫°

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

উত্তরের জনপদ পঞ্চগড়ে শীত আবারও জোরালো উপস্থিতি জানান দিয়েছে। টানা শীতল আবহের ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা—১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস—নথিভুক্ত হয়।

তিন দিন ধরে ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করা পারদ এবার নতুনভাবে নেমে এল। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

রাত নামলেই হিমেল হাওয়া আর ঘনকুয়াশার দাপটে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে পুরো অঞ্চল কুয়াশায় ঢেকে থাকে, আর ভোরের দিকে সূর্যের দেখা মিললে খানিকটা স্বস্তি আসে। দুপুর পর্যন্ত গরম রোদের ছোঁয়া থাকলেও বিকেলের পর আবার কনকনে শীতের দাপট বাড়তে থাকে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে সকালবেলার খেটে-খাওয়া মানুষদের।

1

স্থানীয় কৃষক মোমেন হোসেন জানান, “শীতের কারণে ভোরবেলা মাঠে যেতে পারছি না। আলু আর সবজির কাজগুলো জমে আছে। ৬০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি—কীটনাশক ছিটাতে হবে, কিন্তু ঠান্ডার ভয়ে সকাল দশটার আগে বের হওয়া যায় না।”

অটোরিকশাচালক জাকিরুল ইসলাম বলেন, “আজ তো ঠান্ডা আরও বেশি। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জমে যাওয়ার মতো অবস্থা। সবকিছু কুয়াশায় ঢেকে থাকে। সূর্য উঠলেই একটু আরাম পাওয়া যায়।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। তিনি আরও বলেন, চলতি মাসের মাঝামাঝি এক থেকে দুই দফা শৈত্যপ্রবাহ বইতে পারে, যা শীত আরও বাড়িয়ে দিতে পারে।

উত্তরের শীত যেন এখনো তার আসল রূপ দেখানো শুরুই করেনি—এমনটাই বলছেন স্থানীয়রা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আবহাওয়া নিয়ে আরও পড়ুন

পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধরে রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। রোববার (১৫ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় নলকূপ, ঢেউটিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

৩ মিনিট আগে

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৪৮ জন শিক্ষার্থী। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলে এ সাফল্যের তথ্য নিশ্চিত হয়। উত্তীর্ণদের মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের ধারণা, যোগাযো

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে রবিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটির মূল আয়োজন করেন উপজেলা প্রশাসন।

২০ ঘণ্টা আগে

রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে নগরীর সাহেব বাজার, কাজলা, বন্ধগেট, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকায় অননুমোদিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং ফুট

২১ ঘণ্টা আগে