নভেম্বরে রেমিট্যান্স বেড়ে ২ বিলিয়ন ডলার ছাড়াল

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রবাসীদের পাঠানো অর্থ প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যাচ্ছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে প্রায় ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ শতাংশ বৃদ্ধি।

এই ধারা অব্যাহত থাকলে পুরো মাসে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এর আগে এমন উচ্চ রেকর্ড একবারই দেখা গিয়েছিল, তা হলো গত বছরের রমজানের ঈদকে কেন্দ্র করে।

জুলাই থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরে প্রবাসী আয় হয়েছে ১,২১৬ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ১,০৪০ কোটি ডলারের চেয়ে ১৬ শতাংশ বেশি। নভেম্বর মাসের দৈনিক গড়ে প্রবাসী আয়ের হার ১০ কোটি ৫৭ লাখ ডলার, যা পুরো মাসে ৩১৭ কোটি ডলার ছুঁতে পারে। তুলনামূলকভাবে, গত বছরের সর্বোচ্চ এক মাসে ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, আর ৩০০ কোটি ডলারের সীমা কখনও অতিক্রম হয়নি।

অক্টোবর মাসে দেশে এসেছে ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স, যা আগের অর্থবছরের একই মাসের তুলনায় ১৭ কোটি ডলার বেশি। গত অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩,০৩৩ কোটি ডলার। সরকারের কঠোর অর্থপাচার নিয়ন্ত্রণের কারণে হুন্ডি ব্যবহারের প্রবণতা কমে গেছে, ফলে প্রবাসী আয় এখন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আসে।

উচ্চ রেমিট্যান্স প্রবাহের পাশাপাশি রপ্তানিত আয়ে বৃদ্ধিও দেখা যাচ্ছে। বিদেশি ঋণ বেড়ে জুন শেষে দাঁড়িয়েছে ১১,২১৬ কোটি ডলারে। বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি এবং ডলারের স্থিতিশীল দর (১২২-১২৩ টাকা) মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা রাখছে। অক্টোবর পর্যন্ত মূল্যস্ফীতি কমে ৮.১৭ শতাংশে নেমেছে, যা তিন বছর ধরে সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ নভেম্বর ৩১.১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, বিপিএম৬ অনুযায়ী ২৬.৪১ বিলিয়ন ডলার। অক্টোবরের শেষ সপ্তাহে রিজার্ভ ছিল ২৭.৫৪ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী চলতি রিজার্ভ ৩২.১৪ বিলিয়ন ডলারে রয়েছে, যা ৩১ মাসের মধ্যে সর্বোচ্চ। তুলনামূলকভাবে, গত বছরের জুলাই শেষে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ কমে ২০.৪৮ বিলিয়ন ডলারে নেমেছিল, আর কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী তখন ২৫.৯২ বিলিয়ন ডলার। ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮.০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

প্রবাসী আয়, রপ্তানি বৃদ্ধি এবং স্থিতিশীল বৈদেশিক মুদ্রা প্রবাহ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বাংলাদেশে প্রবাসীদের পাঠানো অর্থ প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা যাচ্ছে। চলতি নভেম্বর মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে প্রায় ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩১ শতাংশ বৃদ্ধি

২ দিন আগে

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে দীর্ঘ সময় ধরে রাখা ৬০টি লট পণ্যের অনলাইন নিলাম বৃহস্পতিবার (২০ নভেম্বর) অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ৪৯টি লট পণ্যের পরিদর্শনেরও শেষ দিন

২ দিন আগে

উত্তরের জেলা নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে তৈরি জ্যাকেট, টুপি, ট্রাউজারসহ শীতের পোশাক দীর্ঘদিন ধরে রফতানি হলেও এবার আর তা সম্ভব হচ্ছে না

৪ দিন আগে

দেশের বাজারে স্বর্ণের দাম আবার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দাম ঘোষণা করেছে, যা আজ (১২ নভেম্বর) থেকে কার্যকর, কিন্তু রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে

১১ দিন আগে