ভোট সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তুতি, ফেব্রুয়ারিতে সংসদ ও গণভোট একসাথে

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রেক্ষিতে ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও সুষ্ঠু করার জন্য ভোট গ্রহণের সময় বৃদ্ধির পরিকল্পনা করছে।

সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হলেও এবার সময় এক ঘণ্টা বৃদ্ধি করে সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে। এতে ভোটারদের দুইটি ব্যালট পেপার দেওয়ার প্রক্রিয়া দ্রুত এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে।

ইসি সূত্র জানায়, নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ৪২,৭৬১টি ভোটকেন্দ্র এবং ২,৪৪,৬৪৯টি ভোটকক্ষ ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। তবে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের সময় বেশি লাগার কারণে ভোটকেন্দ্র বা ভোটকক্ষ বাড়ানোর প্রয়োজনীয়তা আছে কি না, তা যাচাই করতে রাজধানীর একটি কেন্দ্রে মক ভোটিং আয়োজন করা হয়। প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ভোটকক্ষে প্রতিটি স্থানে দুটি গোপন কক্ষ রাখার মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব।

এছাড়া, ফেব্রুয়ারি মাসে দিনের আলো কম থাকার পাশাপাশি সকালে কুয়াশা এবং বিকেলে অন্ধকারের সময় বিবেচনা করে ভোট গ্রহণের সময় বৃদ্ধির সম্ভাব্য পরিকল্পনা করা হয়েছে। সকাল ও বিকেলে আধা ঘণ্টা করে সময় বৃদ্ধি করা হতে পারে।

ইসি আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করেছে। রোববার কমিশনের সভায় ভোট গ্রহণের সময় বৃদ্ধিসহ সকল প্রাসঙ্গিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, ভোটের দিন ও তফসিল ঘোষণার মধ্যে দুই মাসের ব্যবধান রাখার লক্ষ্য রয়েছে, যা আগামী ৫ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে ভোট গ্রহণের সম্ভাব্য সময় নির্দেশ করছে।

এই উদ্যোগের মাধ্যমে কমিশন নিশ্চিত করতে চায়, ভোটাররা সুবিধাজনক সময়ে এবং শান্তিপূর্ণভাবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

নির্বাচন নিয়ে আরও পড়ুন

আজ সন্ধ্যা সাতটার পর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

৩ ঘণ্টা আগে

খুলনা জেলা পরিষদের পাঠানো একটি প্রশাসনিক প্রস্তাবনায় ১৬ ডিসেম্বরকে ‘স্বাধীনতা দিবস’ হিসেবে উল্লেখ করায় স্থানীয় সরকার বিভাগে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি দেশীয় জাতীয় দিবস সম্পর্কিত মৌলিক ভুল হিসেবে বিবেচিত হচ্ছে

৫ ঘণ্টা আগে

নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের প্রেক্ষিতে ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও সুষ্ঠু করার জন্য ভোট গ্রহণের সময় বৃদ্ধির পরিকল্পনা করছে

৭ ঘণ্টা আগে

ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমার সামাজিক মাধ্যম পোস্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ডিসেম্বরের শুরুতে প্রকাশিত ওই পোস্টে তিনি মহান বিজয় দিবসের ইতিহাস তুলে ধরলেও মুক্তিযুদ্ধ, পাকিস্তান ও জামায়াতে ইসলামী সম্পর্কিত কোনো উল্লেখ না করার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন

৯ ঘণ্টা আগে