টাইম ম্যাগাজিনে মুখবন্ধে প্রশংসা

ড. ইউনূস নিপীড়নের ছায়া থেকে বাংলাদেশকে মুক্ত করছেন: হিলারি

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন-এর সাম্প্রতিক সংখ্যায় একটি আবেগঘন মুখবন্ধ লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে তুলে ধরেছেন তার ব্যক্তিগত অভিজ্ঞতা, শ্রদ্ধা ও ভবিষ্যত প্রত্যাশার কথা।

হিলারি ক্লিনটন লেখেন, “গত বছর ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে বাংলাদেশের এক কর্তৃত্ববাদী শাসকের পতনের পর, জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়ে যিনি এগিয়ে এসেছেন, তিনি হলেন মুহাম্মদ ইউনূস। তিনি শুধু একজন অর্থনীতিবিদ নন, বরং একজন মানবতাবাদী যিনি প্রান্তিক মানুষের জীবন পাল্টে দিয়েছেন।”

তিনি স্মরণ করেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে কীভাবে ড. ইউনূস বাংলাদেশে একটি শান্ত সামাজিক বিপ্লব ঘটিয়েছেন। “লাখো দরিদ্র মানুষ, যাদের ৯৭ শতাংশই নারী, তার ক্ষুদ্রঋণ কর্মসূচির মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন,” উল্লেখ করেন হিলারি। “এই উদ্যোগ নারীদের শুধু আর্থিকভাবে স্বাধীন করেনি, বরং তাদের মর্যাদার পুনরুদ্ধারও ঘটিয়েছে।”

হিলারির মতে, “ড. ইউনূস এখন বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করার কাজে নেমেছেন।” তিনি মানবাধিকার রক্ষা, জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা এবং একটি মুক্ত, ন্যায়সঙ্গত সমাজ গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন।

হিলারি আরও লেখেন, “আমার এবং বিল ক্লিনটনের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল যখন তিনি আরকানসাসে এসে যুক্তরাষ্ট্রে একই ধরনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই থেকেই আমি তার কাজে মুগ্ধ। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার প্রয়াসের প্রভাব দেখেছি- মানুষের জীবনে পরিবর্তন এসেছে, আশার আলো জ্বলেছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন ও দেশত্যাগে বাধ্য হন। পরদিন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ড. ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করেন। তিনি ৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন।

সম্প্রতি টাইম ম্যাগাজিন ড. ইউনূসকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একই বছর তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের মধ্যেও স্থান দেওয়া হয়েছে।

এই সম্মান ও স্বীকৃতি শুধু একজন ব্যক্তির নয়- এটি এমন একজন নেতার যিনি জনগণের আস্থা ও মানবতার পক্ষ নিয়ে নিরন্তর লড়ছেন। বাংলাদেশের ভবিষ্যতের পথে তিনি এখন অন্যতম আলোকবর্তিকা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

২ দিন আগে

প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে ‘ঈদ মোবারক’ লেখার পাশে কুকুরের ছবি ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে প্রত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে করা মামলার আবেদন গ্রহণ করেছেন আদালত এবং তদন্তে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

২ দিন আগে

মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশ দেন।

২ দিন আগে

শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। এ সময় নির্বাচনসংক্রান্ত আরও কিছু প্রস্তুতির কথা জানান উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

৩ দিন আগে