ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির পথরেখা করাই লক্ষ্য: আলী রীয়াজ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা করাই কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা করাই কমিশনের লক্ষ্য। আর সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিকভাবে আলোচনার অগ্রগতি হয়েছে।’

মঙ্গলবার (৬ মে) সকালে জাতীয় সংসদ এলাকার এলডি হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বর্ধিত বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।

বেলা ১১টায় কমিশনের সঙ্গে শুরু হওয়া এই বৈঠকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল আলোচনায় অংশ নিয়েছেন।

আখতার হোসেন বলেন, ‘মৌলিক সংস্কারের কিছু প্রস্তাব দিয়েছি। স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী উপাদান থেকে মুক্ত হতে এসব সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।’

58ec9d93-deb6-4aaa-883c-93bc76d4b265

এদিকে ড. আলী রীয়াজ বলেন, ‘আমরা সপ্তাহ দু-এক আগে আলোচনা শুরু করেছিলাম। বেশকিছু বিষয়ে আলোচনার অগ্রগতি করতে পেরেছি। কিছু কিছু বিষয় অমীমাংসিত থেকেছে। দু’একটি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচিত হয়নি। আশা করছি, আজকের আলোচনায় সেগুলোতে অগ্রগতি হতে পারব।’

আগামী ১৫ মে’র মধ্যে প্রাথমিক পর্যায়ে সব রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষ হবে জানিয়ে তিনি বলেন, ‘আজকের আলোচনায় জাতীয় ঐকমত্যের পক্ষ থেকে প্রস্তাবের পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টি থেকে যেসব মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছেন আমরা গ্রহণ করলাম। এনসিপির মৌলিক সংস্কারের প্রস্তাব নিয়ে আজকের আলোচনার মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে এনসিপির সঙ্গে একটা সমাপ্তি টানা যাবে। ঐকমত্য কমিশনের আলোচনার দ্বিতীয় পর্যায়ে এর প্রতিফলন থাকবে।’

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচনায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদলে আরো ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সরকার নিয়ে আরও পড়ুন

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন এক সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে।

১ few সেকেন্ড আগে

পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ছুটি শুরু হবে আগামী ৫ জুন থেকে। আর শেষ হবে ১৪ জুন।

২ ঘণ্টা আগে

সাংবাদিককে কারদন্ড দেওয়া সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। সোমবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

৩ ঘণ্টা আগে

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐকমত্যের ভিত্তিতে সনদ তৈরির পথরেখা করাই কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

৩ ঘণ্টা আগে