রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায়, হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের জন্য আগামী ৮ মে তারিখ ধার্য করেছেন হাইকোর্ট।

বুধবার (৩০ এপ্রিল) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন।

গত ১৮ ফেব্রুয়ারি রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের ওপর শুনানি শেষ হয়।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান, সরওয়ার আহমেদ ও মোহাম্মদ শিশির মনির। এ ছাড়া রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।

আসামিপক্ষের আইনজীবী শিশির মনির জানান, ২০১৪ সালের একমাত্র ডেথ রেফারেন্সের মামলা যেটি এত দীর্ঘ সময় ধরে হাইকোর্টে ছিল। এই সময় ৪৬৭ বার সময় আবেদন করে পিছিয়েছিল রাষ্ট্রপক্ষ। এমনকি ৪ বার বেঞ্চ পরিবর্তন হয়। যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ না থাকায় মূলত রায় পক্ষে যাবে কি না সেই শঙ্কা থেকেই বার বার সময়ক্ষেপণ করা হয় বলে জানান এই আইনজীবী।

২০০১ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখের ভোরে রমনার বটমূলে চলছিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। শত শত মানুষ যখন সুরের মুর্ছনায় আচ্ছন্ন তখনই জঙ্গি হামলায় সৃষ্টি হয় বিভিষীকাময় পরিস্থিতি। দূরনিয়ন্ত্রিত দুটি বোমার বিস্ফোরণে নিহত হন ১০ জন, আহত হন অনেকে। এই ঘটনায় করা হত্যা মামলায় ২০১৪ সালের জুনে হুজি নেতা মুফতি হান্নানসহ ৮ জনের ফাঁসি ও ৬ জনের যাবজ্জীবনের রায় দেন বিচারিক আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

আইন-বিচার নিয়ে আরও পড়ুন

সারা দেশে একযোগে ৮২৬ জন বিচারকের বদলি ও পদোন্নতির ঘোষণা দিয়েছে আইন মন্ত্রণালয়। বুধবার (২৬ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদল কার্যকর করা হয়।

৭ ঘণ্টা আগে

আগামী জাতীয় নির্বাচনের দিন দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট, যা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমন্বিত হবে

১২ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রভাবশালী আইনজীবীরা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে চলমান মামলার প্রক্রিয়াকে ‘অন্যায়পূর্ণ, কৃত্রিম এবং সাজানো’ বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারা এই বক্তব্য জানিয়েছেন, যা পাঠানো হয়েছে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে

১২ ঘণ্টা আগে

দীর্ঘদিন নিয়োগ আটকে থাকার পর নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর সুযোগ সৃষ্টি হওয়ায় প্রার্থীদের আগ্রহ ছিল ব্যাপক। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আবেদন যাচাই–বাছাই শেষ করে ২০২৬ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে

১৩ ঘণ্টা আগে