রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবাকে হত্যার মূল আসামিসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি
রাজশাহী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থী কন্যাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় তার বাবা আকরাম হোসেনকে। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজশাহীতে র‍্যাব-৫ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত বুধবার নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় এই বীভৎস হামলার ঘটনা ঘটে। মেয়েকে রাস্তায় উত্ত্যক্ত করায় প্রতিবাদ করেছিলেন আকরাম হোসেন। এ সময় স্থানীয় বখাটে নান্টু ও তার দলবল আকরামের ওপর অতর্কিতে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন বৃহস্পতিবার নিহতের পরিবার বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় প্রধান আসামি হিসেবে নান্টু ছাড়াও বিশাল, তাসিন, খোকন, অমি ও শিশিরের নাম উল্লেখ করা হয়।

র‍্যাব জানায়, মামলার পরপরই তাদের একটি আভিযানিক দল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। তদন্তের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার রাম রায়পুরাড়া আড়ারাপাড়া গ্রামে অভিযান চালিয়ে প্রধান আসামি নান্টু এবং তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারকৃতদের বোয়ালিয়া মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। সাধারণ মানুষ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

দেশের তিনটি গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যেই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এই ঝড়ো আবহাওয়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৪০ মিনিট আগে

জাস্টিস ফর ফিলিস্তিন গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে প্রচার পত্র বিতরণ করেছে হেযবুত তাওহীদ।

১ ঘণ্টা আগে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাবেক ছাত্রদল নেতা শাহারিয়ার হোসেন তুরান হত্যার প্রধান আসামী মো. মনিরুল ইসলাম ওরফে মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। গতকাল শনিবার বিকালে তাকে কুষ্টিয়া জেলার ইবি থানার পেয়ারাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২ ঘণ্টা আগে

গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাজধানী ঢাকাসহ চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

২ ঘণ্টা আগে