শীতলক্ষ্যায় নৌকাডুবি: নিখোঁজ জোবায়েরের মরদেহ উদ্ধার

প্রতিনিধি
নারায়ণগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া স্কুলছাত্র জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার ভোলাবো এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জোবায়ের হোসেন (১৬) রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার বাসিন্দা তপনের ছেলে। সে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোবায়ের ও তার তিন বন্ধু- এবারের এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি- একটি ছোট নৌকায় করে দাউদপুর খেয়াঘাট থেকে ভোলাবোর দিকে রওনা হয়। নদীর মাঝপথে এসে, ক্যাপিটাল ম্যারিনার ঘাটের সামনে হঠাৎ পানির চাপে নৌকাটি ডুবে যায়।

জীবনের ঝুঁকি নিয়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় সায়েম, সিয়াম ও রাব্বি। তবে সাঁতার না জানায় নিখোঁজ হয়ে যায় জোবায়ের।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী জানান, “শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে জোবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুবান্ধব ও সহপাঠীরা জোবায়েরের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

দেশের তিনটি গুরুত্বপূর্ণ উপকূলীয় জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যেই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এই ঝড়ো আবহাওয়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১৫ মিনিট আগে

জাস্টিস ফর ফিলিস্তিন গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে প্রচার পত্র বিতরণ করেছে হেযবুত তাওহীদ।

১ ঘণ্টা আগে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাবেক ছাত্রদল নেতা শাহারিয়ার হোসেন তুরান হত্যার প্রধান আসামী মো. মনিরুল ইসলাম ওরফে মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৬। গতকাল শনিবার বিকালে তাকে কুষ্টিয়া জেলার ইবি থানার পেয়ারাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১ ঘণ্টা আগে

গ্রীষ্মের খরতাপে পুড়ছে দেশ। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাজধানী ঢাকাসহ চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ ও যশোর জেলাসমূহের ওপর দিয়ে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

২ ঘণ্টা আগে