ক্যারিয়ারের ১৬তম ফাইফার

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট: তাইজুল ম্যাজিকে স্বস্তিতে টাইগার দল

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে দিনের শুরু কিছুটা ভালো হলেও দ্বিতীয় সেশনে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। কিন্তু দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে অনেকটা নিজের জাদুবলেই স্পিনার তাইজুল ইসলাম তুলে নেন ৪ উইকেট।

তাইজুল ম্যাজিকে যেন প্রাণ ফিরে পেল টাইগার দল। আর এর মধ্যদিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১৬তম ফাইফার পূর্ণ করেন তাইজুল। প্রথমদিন শেষে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে।

সোমবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে

সাচ্ছন্দ্যে খেলেছেন জিম্বাবুয়ে ব্যাটাররা। দারুণভাবেই বাংলাদেশের বোলিং সামলেছে বেনেট-বেন কারেন জুটি। তবে দলীয় ৪১ রানে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তানজিম সাকিব। এই পেসারের অফ স্টাম্পের বাইরে থাকা বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট।

দলীয় ৭২ রানে বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। ৫০ বলে ২১ রান করা বেন কারেনকে ফেরান তাইজুল ইসলাম।

এরপরই নিক ওয়েলচের সঙ্গে নিয়ে ৯০ রানের জুটি গড়েন শন উইলিয়ামস। তৃতীয় সেশনের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন ফিফটি করা নিক ওয়েলস।

ওয়েলচ মাঠের বাইরে যাওয়ায় তৃতীয় উইকেটে উইলিয়ামসের সঙ্গে যোগ দেন ক্রেগ আরভিন। অভিজ্ঞ এই ব্যাটার বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৩১ বল খেলে ৫ রান করা আরভিনকে ফেরত পাঠান নাঈম হাসান। নিজের পরের ওভারে এসে আবারো উইকেটের দেখা পান নাঈম। এবার তুলে শন উইলিয়ামসের উইকেট। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬৬ বলে ৬৭ রান।

একটুপরেই ১৫ রান করা মাদেভেরেকে ফেরান তাইজুল, এতে ২০০ রানেই ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৮১তম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়েছেন তাইজুল। চতুর্থ বলে ওয়েলিংটন মাসাকাদজাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। আর পরের বলে রিচার্ড এনগারাভাকে বোল্ড করেন তাইজুল।

৮ উইকেট পড়ার পর আবারো উইকেটে আসেন রিটায়ার্ড হয়ে উঠে যাওয়া ওয়েলচ। তবে দ্বিতীয় দফায় উইকেটে এসে সুবিধা করতে পারেননি। তাইজুলের লো হওয়া বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন এই ব্যাটার। এই উইকেট নিয়ে ইনিংসে ফাইফার পূর্ণ করেন তাইজুল।

এরপর নবম উইকেটে ভালোই এগোচ্ছিলেন তাফাদোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসা। তবে হঠাৎ রান আউটের শিকার হন মাসেকেসা। মিরাজের থ্রো থেকে বল ধরে দ্রুত উইকেট ভাঙেন তাইজুল। তাতে ২১৭ রানে নবম উইকেট হারায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল। এছাড়া নাইম হাসান ২ ও তানজিম সাকিব নিয়েছে একটি উইকেট।

তাইজুলের ফাইফার: ৫৩তম টেস্ট খেলতে নামা বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম আরও একবার পাঁচ উইকেট তুলে নিয়েছেন। এটি তার ক্যারিয়ারে ১৬তম ফাইফার। এছাড়াও ক্যারিয়ারে দু’বার দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ার কীর্তি আছে তার। এ নিয়ে টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২২৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

১৬ ঘণ্টা আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

১ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

২ দিন আগে

ভারতীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, আগামী ১২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ভারতের মাটিতে পা রাখছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। সেইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

৩ দিন আগে