বাংলাদেশ ম্যাচের আগে বিতর্ক সৃষ্টি

ভারতের ক্যাম্পে রায়ান উইলিয়ামস

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ৪৮
Thumbnail image
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সাবেক অস্ট্রেলিয়ান ফুটবলার রায়ান উইলিয়ামস বড় আলোচনার জন্ম দিয়েছেন। অস্ট্রেলিয়ান পাসপোর্ট ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণের পর তিনি প্রথমবারের মতো ভারতের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।

রবিবার (৯ নভেম্বর) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এই তথ্য নিশ্চিত করে।

৩২ বছর বয়সী উইলিয়ামস বেঙ্গালুরুতে শুরু হওয়া প্রস্তুতি ক্যাম্পে ডিফেন্ডার জয় গুপ্তার সঙ্গে যুক্ত হন। ক্যাম্পের আয়োজন করা হয়েছে আগামী ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার-এর প্রস্তুতির জন্য। এআইএফএফ জানিয়েছে, “ফরোয়ার্ড রায়ান উইলিয়ামস এবং ডিফেন্ডার জয় গুপ্তা ন্যাশনাল টিম ক্যাম্পে বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন।”

ভারতীয় ফুটবল আইকন সুনীল চেত্রী নিজ হাতে উইলিয়ামসকে ভারতীয় নাগরিকত্ব হস্তান্তর করেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “যা দীর্ঘদিন ধরে সত্য মনে হয়েছে, আজ তা আনুষ্ঠানিক হলো। ভালোবাসা ও সুযোগের জন্য ভারতকে ধন্যবাদ। এখন আমি আপনাদেরই একজন।”

উইলিয়ামসের মা মুম্বাইতে জন্ম নেওয়ায় তিনি ভারতীয় বংশোদ্ভুত। নাগরিকত্ব পরিবর্তনের মাধ্যমে ভারতের জাতীয় দলে খেলার পথ সুগম হয়েছে। ভারতের ফুটবল ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১২ সালে ইজুমি আরাতা বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে ভারতীয় দলে খেলেছিলেন।

উইলিয়ামস অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-২৩ এবং সিনিয়র দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়াও ইংল্যান্ডের ফুলহাম ও পোর্টসমাউথ ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২৩ সালে তিনি আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসিতে যোগ দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

নিউজিল্যান্ডের মাঠে বৃষ্টিবিঘ্নিত ওয়ানডেতে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও দারুণ লড়াই দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তবে জয় তাদের হয়নি

৩ ঘণ্টা আগে

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শের মুহূর্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামলেই মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন

১ দিন আগে

ঢাকার সোনারগাঁও হোটেলে ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে দেশের ৬৪ জেলা ও ৮ বিভাগের ক্রিকেট কোচ, কাউন্সিলর, নারী উদ্যোক্তা প্রতিনিধি ও ক্রীড়া কর্মকর্তারা অংশগ্রহণ করেছিলেন

৭ দিন আগে

বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সাবেক অস্ট্রেলিয়ান ফুটবলার রায়ান উইলিয়ামস বড় আলোচনার জন্ম দিয়েছেন। অস্ট্রেলিয়ান পাসপোর্ট ত্যাগ করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণের পর তিনি প্রথমবারের মতো ভারতের জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন

১০ দিন আগে