তৃতীয় দিনের প্রথম সেশন

বৃষ্টির জন্য পণ্ড বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।

এর আগের দুই দিন আলোকস্বল্পতার কারণে সময় অপচয় হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় মাঠ ঢেকে রাখা হয়েছে।

ফলে ইতোমধ্যেই তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টির জন্য পণ্ড হয়ে গেছে। জানা গেছে, বৃষ্টি থামার পর দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হওয়াতে তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ১টা থেকে

।এদিন অবশ্য নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই স্টেডিয়ামে পৌঁছেছে উভয় দল। সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা বর্তমানে বৃষ্টি থামার অপেক্ষায় ড্রেসিংরুমে অবস্থান করছেন। এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে এই মুহূর্তে স্বাগতিকরা ২৫ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলামের উইকেট হারানোর পর জয় ও মুমিনুল মিলে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করেছেন।

এই টেস্টের প্রথম দুই দিন অবশ্য কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের মুখে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। বাংলাদেশের ইনিংসে মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছিল উল্লেখযোগ্য। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্রায়ান বেনেটের ৫৭,শন উইলিয়ামসের ৫৯, এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের অবদানে ২৭৩ রান তুলে ৮২ রানের লিড পায়। বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ আড়াই বছর পর ঘরের মাঠে তুলে নিয়েছেন পাঁচ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্রিকেট নিয়ে আরও পড়ুন

ভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।

১৪ ঘণ্টা আগে

ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।

২১ ঘণ্টা আগে

দিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।

৩ দিন আগে

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।

৩ দিন আগে