তৃতীয় দিনের প্রথম সেশন
স্পোর্টস ডেস্ক
সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।
এর আগের দুই দিন আলোকস্বল্পতার কারণে সময় অপচয় হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় মাঠ ঢেকে রাখা হয়েছে।
ফলে ইতোমধ্যেই তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টির জন্য পণ্ড হয়ে গেছে। জানা গেছে, বৃষ্টি থামার পর দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হওয়াতে তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ১টা থেকে
।এদিন অবশ্য নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই স্টেডিয়ামে পৌঁছেছে উভয় দল। সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা বর্তমানে বৃষ্টি থামার অপেক্ষায় ড্রেসিংরুমে অবস্থান করছেন। এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে এই মুহূর্তে স্বাগতিকরা ২৫ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলামের উইকেট হারানোর পর জয় ও মুমিনুল মিলে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করেছেন।
এই টেস্টের প্রথম দুই দিন অবশ্য কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের মুখে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। বাংলাদেশের ইনিংসে মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছিল উল্লেখযোগ্য। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্রায়ান বেনেটের ৫৭,শন উইলিয়ামসের ৫৯, এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের অবদানে ২৭৩ রান তুলে ৮২ রানের লিড পায়। বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ আড়াই বছর পর ঘরের মাঠে তুলে নিয়েছেন পাঁচ উইকেট।
সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি।
এর আগের দুই দিন আলোকস্বল্পতার কারণে সময় অপচয় হওয়ায় মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে খেলা শুরুর কথা থাকলেও সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় মাঠ ঢেকে রাখা হয়েছে।
ফলে ইতোমধ্যেই তৃতীয় দিনের প্রথম সেশন বৃষ্টির জন্য পণ্ড হয়ে গেছে। জানা গেছে, বৃষ্টি থামার পর দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হওয়াতে তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ১টা থেকে
।এদিন অবশ্য নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতেই স্টেডিয়ামে পৌঁছেছে উভয় দল। সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছে বাংলাদেশ ও জিম্বাবুয়ের খেলোয়াড়রা বর্তমানে বৃষ্টি থামার অপেক্ষায় ড্রেসিংরুমে অবস্থান করছেন। এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে এই মুহূর্তে স্বাগতিকরা ২৫ রানে পিছিয়ে আছে। ক্রিজে আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক। দ্বিতীয় ইনিংসে দলীয় ১৩ রানে সাদমান ইসলামের উইকেট হারানোর পর জয় ও মুমিনুল মিলে স্কোরবোর্ডে ৪৪ রান যোগ করেছেন।
এই টেস্টের প্রথম দুই দিন অবশ্য কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ। প্রথম দিন ব্যাটিং বিপর্যয়ের মুখে ১৯১ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। বাংলাদেশের ইনিংসে মুমিনুল হকের ৫৬ এবং নাজমুল শান্তর ৪০ রান ছিল উল্লেখযোগ্য। জবাবে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্রায়ান বেনেটের ৫৭,শন উইলিয়ামসের ৫৯, এনগারাভার ২৮ এবং মুজারাবানির ১৭ রানের অবদানে ২৭৩ রান তুলে ৮২ রানের লিড পায়। বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ আড়াই বছর পর ঘরের মাঠে তুলে নিয়েছেন পাঁচ উইকেট।
মোট ৬১ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। তবে সেই একটি শটই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো একমাত্র গোলটি করেন
৪ ঘণ্টা আগেএমন খেলাধুলার আয়োজন সচরাচর না হওয়ায় তরুন যুবক ছেলেরা মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাই অয়োজকদের ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য এবং ভবিষ্যতেও এমন সুন্দর টুর্নামেন্ট যেনো আয়োজিত হয় সেই প্রত্যাশা সকলের
৬ ঘণ্টা আগেআগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ
১ দিন আগেজয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যটা বেশ সহজ—৫০ ওভারে মাত্র ১৩০ রান। ওভারপ্রতি মাত্র ২.৬ রান প্রয়োজন হওয়ায় ব্যাটাররা বড় কোনো ভুল না করলে জয় দিয়েই টাইগ্রেসদের ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে
৩ দিন আগেমোট ৬১ শতাংশ বল দখলে রেখে তারা ১৩টি শট নেয়, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। তবে সেই একটি শটই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো একমাত্র গোলটি করেন
এমন খেলাধুলার আয়োজন সচরাচর না হওয়ায় তরুন যুবক ছেলেরা মাদকের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। তাই অয়োজকদের ধন্যবাদ এমন উদ্যোগ গ্রহণ করার জন্য এবং ভবিষ্যতেও এমন সুন্দর টুর্নামেন্ট যেনো আয়োজিত হয় সেই প্রত্যাশা সকলের
আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ
জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যটা বেশ সহজ—৫০ ওভারে মাত্র ১৩০ রান। ওভারপ্রতি মাত্র ২.৬ রান প্রয়োজন হওয়ায় ব্যাটাররা বড় কোনো ভুল না করলে জয় দিয়েই টাইগ্রেসদের ওয়ানডে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে