বাঁচা-মরার লড়াই
স্পোর্টস ডেস্ক
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
যদিও একেবারে মন্দ ছিল না দিনের শুরুটা। উইকেটের জন্য বাংলাদেশকে মরিয়া হতে হয়েছে বটে, তবে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনের খেলার পর টাইগারদের একেবারেই পিছিয়ে রাখার সুযোগ নেই। দুই উইকেট তুলে নিতে পেরেছেন তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের স্কোরকার্ডও নেহাত মন্দ না। শুরুর ২৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৮৯ রান।
এর আগে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে তিন উইকেটের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে এই টেস্টে সিরিজ হার এড়ানোই মূল লক্ষ্য নাজমুল ইসলাম শান্তদের। সেটি করতে না পারলে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে তাদের।
প্রথম টেস্টের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার এনামুল হক, অফ স্পিনার নাইম হাসান ও পেসার তানজিম হাসান। এরমধ্যে অভিষেক হচ্ছে তানজিমের।
জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন হয়েছে দুটি। ভিক্টর নিয়ুচি ও নিয়াশা মায়াভোর জায়গায় একাদশে সুযোগ হয়েছে উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসার। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাসেকেসার।
এখন পর্যন্ত ১৯টি টেস্টে একে-অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে সমান ৮টি করে ম্যাচ জিতেছে দুই দল। বাকি তিন টেস্ট ড্র হয়। আজ তাই এগিয়ে যাওয়ার লড়াই দুই দলের। তার আগে চলুন দেখে নিই কোন দলে কে কে খেলছেন।
অবশ্য তিন জনের মধ্যে ম্যাচে প্রভাব রেখেছেন এখন পর্যন্ত তানজিম সাকিবই। নিজের অভিষেকে পেয়েছেন উইকেটের দেখা। দলীয় ৪১ রানে ফেরান সিলেট টেস্টে দারুণ ব্যাট করা ব্রায়ান বেনেটকে। তবে ফেরার আগে চট্টগ্রামের মাঠে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিংকে সামলেছে বেনেট-বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। তানজিম সাকিবের অফসাইডের বাইরে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট।
খানিক পরেই আউট হয়েছিলেন নিক ওয়েলস। মিরাজের বলে তাকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ওয়েলস। মিরাজের বলটা ব্যাট বা গ্লাভসে লাগেনি। দলীয় ৭৩ রানে অবশ্য বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। এই দফায় তাইজুল ইসলাম ফেরান বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার।
শেষ পর্যন্ত লাঞ্চের আগে আর কোনো উইকেট নেয়া হয়নি বাংলাদেশের। নিক ওয়েলসের সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ শন উইলিয়ামস।
চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।
যদিও একেবারে মন্দ ছিল না দিনের শুরুটা। উইকেটের জন্য বাংলাদেশকে মরিয়া হতে হয়েছে বটে, তবে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনের খেলার পর টাইগারদের একেবারেই পিছিয়ে রাখার সুযোগ নেই। দুই উইকেট তুলে নিতে পেরেছেন তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের স্কোরকার্ডও নেহাত মন্দ না। শুরুর ২৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৮৯ রান।
এর আগে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে তিন উইকেটের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে এই টেস্টে সিরিজ হার এড়ানোই মূল লক্ষ্য নাজমুল ইসলাম শান্তদের। সেটি করতে না পারলে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা পেতে হবে তাদের।
প্রথম টেস্টের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার এনামুল হক, অফ স্পিনার নাইম হাসান ও পেসার তানজিম হাসান। এরমধ্যে অভিষেক হচ্ছে তানজিমের।
জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন হয়েছে দুটি। ভিক্টর নিয়ুচি ও নিয়াশা মায়াভোর জায়গায় একাদশে সুযোগ হয়েছে উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসার। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাসেকেসার।
এখন পর্যন্ত ১৯টি টেস্টে একে-অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে সমান ৮টি করে ম্যাচ জিতেছে দুই দল। বাকি তিন টেস্ট ড্র হয়। আজ তাই এগিয়ে যাওয়ার লড়াই দুই দলের। তার আগে চলুন দেখে নিই কোন দলে কে কে খেলছেন।
অবশ্য তিন জনের মধ্যে ম্যাচে প্রভাব রেখেছেন এখন পর্যন্ত তানজিম সাকিবই। নিজের অভিষেকে পেয়েছেন উইকেটের দেখা। দলীয় ৪১ রানে ফেরান সিলেট টেস্টে দারুণ ব্যাট করা ব্রায়ান বেনেটকে। তবে ফেরার আগে চট্টগ্রামের মাঠে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিংকে সামলেছে বেনেট-বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। তানজিম সাকিবের অফসাইডের বাইরে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট।
খানিক পরেই আউট হয়েছিলেন নিক ওয়েলস। মিরাজের বলে তাকে ক্যাচ আউট দিয়েছিলেন আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ওয়েলস। মিরাজের বলটা ব্যাট বা গ্লাভসে লাগেনি। দলীয় ৭৩ রানে অবশ্য বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। এই দফায় তাইজুল ইসলাম ফেরান বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার।
শেষ পর্যন্ত লাঞ্চের আগে আর কোনো উইকেট নেয়া হয়নি বাংলাদেশের। নিক ওয়েলসের সঙ্গে ক্রিজে আছেন অভিজ্ঞ শন উইলিয়ামস।
ভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।
২ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।
৯ ঘণ্টা আগেদিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।
২ দিন আগেচট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।
২ দিন আগেভারতীয় সংবাদ মাধ্যমে ‘টাইমস অব ইন্ডিয়া’ শুক্রবার (২ মে) বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে সিরিজ খেলতে নাও আসতে পারে ভারত।
ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা স্বস্তিতে নেই চেলসি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। তবুও পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত নয়। প্রিমিয়ার লিগে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও কনফারেন্স লিগে নিজেদের দাপট ধরে রেখেছে দ্য ব্লুজরা।
দিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। আর এই বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে সাজঘরে ফিরেন জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর এর মধ্যদিয়েই নিশ্চিত হয় বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড নিয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। শেষ বিকেলে মাত্র ২০ রানের মাঝে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের ব্যাটিংয়ে ধস নামে। প্রথম ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৯১ রান।