ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ‘আগুন আতঙ্ক’

প্রতিনিধি
স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে টটেনহাম হটস্পার স্টেডিয়ামে দেখা গেছে আগুন নিয়ে আতঙ্ক।

সোমবার (২১ এপ্রিল) হটস্পার স্টেডিয়ামে মুখোমুখি হয় টটেনহাম-নটিংহাম ফরেস্ট ম্যাচ চলাকালীন দ্বিতীয়ার্ধের শুরুতে হঠাৎই ভিডিও অ্যাসিস্ট রেফারি (ভিএআর) ধীর গতিতে কাজ করতে থাকে। প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার এক টুইটে তখন বলেছে, ‘ম্যাচে ভিএআর চালু হতে একটু সময় লাগবে। কারণ, স্টকলি পার্কে ভিএআর হাবে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে।’ ভিএআর এরপর ঠিক হয়েছে কিছুক্ষণের মধ্যেই। প্রিমিয়ার লিগ ম্যাচ সেন্টার পরে টুইট করেছে, ‘ভিএআর ঠিক হয়েছে ও এখন চলছে।’

তবে হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠার কারণ জানা যায়নি। তবে এমন ঘটনায় বেশ মজা পেয়েছেন ভক্ত-সমর্থকেরা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ তাদের মজার ঘটনা প্রতিবেদনে উল্লেখ করেছে। কোনো এক ভক্ত বলেছেন, ‘আমাদের এক মিনিটের মতো স্বাধীনতা ছিল।’ আরেকজন বলেছেন, ‘যিনি ফায়ার অ্যালার্ম বন্ধ করেছেন, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য।’ কেউ আবার মজাকে নিয়ে গেছেন ভিন্ন মাত্রায়। অন্য আরেকজন লিখেছেন, ‘দ্রুত কেউ গিয়ে ইমার্জেন্সি গ্লাস আবার ভেঙে ফেলুন।’

এদিকে এই ম্যাচে টটেনহামকে ২-১ গোলে হারিয়েছে নটিংহাম ফরেস্ট। ফলে এ হারের বিনিময়ে টটেনহামের ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলে তারা অবস্থান করছে ১৬ নম্বরে। এ পর্যন্ত খেলেছে ৩৩ ম্যাচ। সমান ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। আর এক ম্যাচ জিতলেই তারা প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে। ৬০ পয়েন্ট নিয়ে তিনে নটিংহাম ফরেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ফুটবল নিয়ে আরও পড়ুন

২০২০ সালের সেপ্টেম্বরে আর্সেনাল থেকে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ ভিলার প্রথম পছন্দের গোলরক্ষক। তবে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিউক্যাসলের বিপক্ষে ভিলার মৌসুমের উদ্বোধনী ম্যাচে খেলেননি, যা তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে

১৭ ঘণ্টা আগে

ম্যাচে দাপট দেখালেও গোলশূন্য থাকতে হলো স্বাগতিক ইউনাইটেডকে। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে

২ দিন আগে

পেশাদার ক্যারিয়ারে ২০ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থেমে নেই লিওনেল মেসির গোলমেশিন। বয়সের ছাপ উপেক্ষা করে আর্জেন্টাইন মহাতারকা এবার ছুঁলেন ৮৭৫ গোলের মাইলফলক—সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে কম ম্যাচ খেলে! যার মাধ্যমে ইতিহাসে দ্রুততম ৮৭৫ গোলদাতার রেকর্ড এখন মেসির দখলে।

৩ দিন আগে

এশিয়ান অভিযান ছিল চ্যালেঞ্জিং, তবে তাৎপর্যপূর্ণ জয়েও ভরপুর— যেমন ভারতের আইএসএলের শক্তিশালী দল মোহন বাগান সুপার জায়ান্টকে হারানো, অথবা সম্প্রতি সিরিয়ার ঐতিহ্যবাহী ক্লাব আল-কারামাহকে একমাত্র গোলে পরাজিত করা

৩ দিন আগে