একই ওষুধে শর্করা নিয়ন্ত্রণ আর মস্তিষ্কের উন্নতির সম্ভাবনা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ছয় দশকের বেশি সময় ধরে টাইপ–২ ডায়াবেটিস নিয়ন্ত্রণের নির্ভরযোগ্য চিকিৎসা হিসেবে ব্যবহৃত মেটফরমিন এখন বিজ্ঞানীদের নজরে নতুন এক দিগন্ত খুলে দিচ্ছে। সাম্প্রতিক একাধিক গবেষণা বলছে, রক্তে শর্করা কমানোর পাশাপাশি এই পরিচিত ওষুধটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে।

Aging Cell এবং Nature Communications–এ প্রকাশিত সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা যায়, মেটফরমিন AMPK নামের একধরনের কোষ–শক্তি নিয়ন্ত্রককে সক্রিয় করে। এই AMPK শুধু ইনসুলিন–সংবেদনশীলতাই বাড়ায় না—শরীরের কোষ মেরামত, প্রদাহ হ্রাস এবং শেখা–স্মৃতি সংক্রান্ত নিউরনগুলোর কার্যক্রম জোরদার করতেও ভূমিকা রাখে।

প্রাণী–পর্যায়ের পরীক্ষায় দেখা গেছে, মেটফরমিন হিপোক্যাম্পাসে নতুন নিউরন তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে—যা দীর্ঘমেয়াদি স্মৃতি ও শেখার সঙ্গে সরাসরি যুক্ত। মানুষের ওপর করা কিছু পর্যবেক্ষণমূলক গবেষণায়ও দীর্ঘ সময় মেটফরমিন গ্রহণকারীদের মধ্যে জ্ঞানহ্রাস ও অ্যালঝাইমারের ঝুঁকি তুলনামূলক কম শনাক্ত হয়েছে। তবে গবেষকেরা সতর্ক করে বলছেন—এই ফল নিশ্চিত করতে আরও বিস্তৃত ক্লিনিক্যাল ট্রায়াল অপরিহার্য।

বিজ্ঞানীরা আরও বলছেন, ওষুধটি কোষীয় প্রদাহ কমানো, মাইটোকন্ড্রিয়ার কর্মক্ষমতা বাড়ানো এবং শরীরের সামগ্রিক এনার্জি মেটাবলিজম উন্নত করার সম্ভাবনাও দেখাচ্ছে। এসব কারণেই মেটফরমিনকে নিয়ে ‘অ্যান্টি–এজিং’ গবেষণাও দ্রুত বিস্তৃত হচ্ছে।

যদিও মস্তিষ্কে সম্ভাব্য উপকার দেখালেও, বিশেষজ্ঞরা সতর্ক—মেটফরমিন এখনো মূলত ডায়াবেটিস চিকিৎসার ওষুধ, এবং মস্তিষ্ক–সম্পর্কিত কোনো উদ্দেশ্যে এটি নিজ উদ্যোগে গ্রহণ করা উচিত নয়।

দীর্ঘদিনের পরিচিত একটি ওষুধ শরীরের নতুন নতুন প্রক্রিয়ায় ভূমিকা রাখছে—সাম্প্রতিক আবিষ্কারগুলো এমন ইঙ্গিতই দিচ্ছে। পাশাপাশি পুরোনো ওষুধকে নতুন চিকিৎসা সম্ভাবনায় ব্যবহারের পথও আরও উজ্জ্বল করছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিজ্ঞান নিয়ে আরও পড়ুন

চাঁদের মাটির ধূলিকণাকে জ্বালানিতে রূপান্তর করার অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি নিয়ে এগিয়ে যাচ্ছে জেফ বেজোস পরিচালিত ব্লু অরিজিন। চাঁদের দীর্ঘ চন্দ্ররাত্রিতে মহাকাশযান চালু রাখা এবং শক্তি স্বয়ংক্রিয়ভাবে উৎপাদনের লক্ষ্যেই প্রতিষ্ঠানটি উদ্ভাবন করেছে ব্যতিক্রমী এ শক্তি-রূপান্তর যন্ত্র।

৫ দিন আগে

দক্ষিণ খানপুর গ্রামের সোহেল রানা আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন, তবে বাস্তবে তার হাতে যা এসেছে তা এক অভিনব তিন চাকার যান—দেখতে হেলিকপ্টারের মতো, কিন্তু রাস্তা ধরে চলে

১০ দিন আগে

ছয় দশকের বেশি সময় ধরে টাইপ–২ ডায়াবেটিস নিয়ন্ত্রণের নির্ভরযোগ্য চিকিৎসা হিসেবে ব্যবহৃত মেটফরমিন এখন বিজ্ঞানীদের নজরে নতুন এক দিগন্ত খুলে দিচ্ছে। সাম্প্রতিক একাধিক গবেষণা বলছে, রক্তে শর্করা কমানোর পাশাপাশি এই পরিচিত ওষুধটি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে পারে

১০ দিন আগে

১০টির অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে এবং ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে

০১ নভেম্বর ২০২৫