রাশিয়ায় সেনা পাঠানোর বিষয়টি নিশ্চিত করলো উত্তর কোরিয়া

প্রতিনিধি
নিখাদ বিশ্ব
Thumbnail image

কিম জং উনের আদেশে ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ায় সেনা পাঠানো হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ওই সেনারা ইউক্রেনের দখলে থাকা রাশিয়ার ভূখণ্ড কুরস্ক পুনরুদ্ধারে সহায়তা করেছে। তাদেরকে বীর বলেও আখ্যায়িত করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কেসিএনএ আরও জানিয়েছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলের মুক্তির বিজয়ী সমাপ্তি উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ‘দৃঢ় যুদ্ধবন্ধুত্বের সর্বোচ্চ কৌশলগত স্তর’ প্রদর্শন করেছে বলে উত্তর কোরিয়ার শাসক দল মন্তব্য করেছে।

রাশিয়া গত সপ্তাহে বলেছিল, ইউক্রেনীয় বাহিনীকে তারা তাদের নিয়ন্ত্রণাধীন শেষ রুশ গ্রাম থেকে উৎখাত করেছে। যদিও কিয়েভ এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের সেনারা এখনও ইউক্রেন-সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদ অঞ্চলে সক্রিয় রয়েছে।

উত্তর কোরিয়ার শাসক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশন জানিয়েছে, কিম জং উন গত বছর পুতিনের সাথে স্বাক্ষরিত সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিলেন।

কেসিএনএ জানিয়েছে, কিমের আদেশে উত্তর কোরিয়ার সামরিক ইউনিটগুলো এমনভাবে লড়াই করেছে, যেন তারা নিজেদের দেশের জন্য যুদ্ধ করছে।

কেসিএনএ কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘ন্যায়ের জন্য যারা লড়েছে তারা সবাই নায়ক এবং মাতৃভূমির সম্মানের প্রতিনিধি।’

এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া আনুমানিক ১৪ হাজার সেনা পাঠিয়েছে। সাঁজোয়া যান ও ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা না থাকায় তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেও দ্রুত অভিযোজিত হয়েছে।

ইউক্রেনের বিশেষ অভিযানের বাহিনী জানিয়েছে, তারা কুরস্কে উত্তর কোরিয়ার ২৫ জন সেনার একটি ইউনিটকে হত্যা করেছে। তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে নিহত এক সেনা ও তার সাথে থাকা জিনিসপত্রের মধ্যে কোরিয়ান ভাষায় লেখা একটি চিরকুট ছিল।

রাশিয়াও শনিবার প্রথমবারের মতো নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়ার সেনারা কুরস্কে রুশ বাহিনীর সাথে লড়াই করছে।

বিষয়:

রাশিয়া
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথম সফরে সোমবার (১৮ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছান তিনি।

৫ ঘণ্টা আগে

ওয়াশিংটনে এ বৈঠকে যোগ দেওয়ার কথা জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের। বৈঠকে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করতেই উপস্থিত থাকবেন তারা।

১১ ঘণ্টা আগে

এ ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিল না। গ্রেফতার হওয়া ৬৭ জন ব্যক্তির মধ্যে কেউ-ই বাংলাদেশি নন, এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিল না

১১ ঘণ্টা আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে চাইলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ন্যাটোতে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে।

১৪ ঘণ্টা আগে