তাইওয়ান বিতর্কে চীন,জাপান টানাপোড়েন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক তাইওয়ান–সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এ পরিস্থিতিতে বেইজিং তার নাগরিকদের জাপান ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে এবং টোকিওতে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, চীন যদি তাইওয়ানে সামরিক আগ্রাসন চালায়, তাহলে জাপান তার আত্মরক্ষাবাহিনী ব্যবহার করে প্রতিক্রিয়া জানাতে পারে। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিবাদ নোট বিনিময় করে এবং বক্তব্য নিয়ে তীব্র বাকযুদ্ধ শুরু হয়।

চীনের পক্ষ থেকে এমনও ইঙ্গিত পাওয়া যায় যে, তাকাইচির বক্তব্যের বিরুদ্ধে হুমকিসূচক প্রতিক্রিয়া এসেছে। ওসাকার চীনা কনসাল জেনারেল শুয়ে জিয়ান এক্সে মন্তব্য করেন—“যে নোংরা মাথা হস্তক্ষেপ করতে চায়, তা অবশ্যই কেটে ফেলতে হবে।” এই বক্তব্য আরও সমালোচনা ও বিতর্ক সৃষ্টি করে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার জাপানি সংসদের এক বৈঠকে, যেখানে বিরোধী দলের একজন সদস্য তাইওয়ান ঘিরে কোন পরিস্থিতিকে ‘জাপানের টিকে থাকার হুমকি’ ধরা হবে—এ প্রশ্ন করেন। জবাবে তাকাইচি বলেন, যুদ্ধজাহাজ বা শক্তি প্রয়োগের পরিস্থিতি এ ধরনের হুমকি হিসেবে গণ্য হতে পারে।

জাপানের ২০১৫ সালের নিরাপত্তা আইনে ‘টিকে থাকার হুমকি’ বলতে এমন হামলাকে বোঝানো হয়, যা মিত্রদেশকে লক্ষ্য করলেও জাপানের অস্তিত্বের জন্য ঝুঁকি সৃষ্টি করে। এ অবস্থায় জাপান আত্মরক্ষাবাহিনী মোতায়েন করতে পারে।

চীন তাকাইচির এই অবস্থানকে “অত্যন্ত উসকানিমূলক ও অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছে। পরিস্থিতি দুই দেশের পুরোনো বৈরিতা নতুন করে উস্কে দিয়েছে এবং তাইওয়ানকে ঘিরে বহুদিনের ‘কৌশলগত স্থিতাবস্থা’ নড়বড়ে হয়ে পড়ছে বলে বিশ্লেষকদের মত।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

ভারতীয় নাগরিকদের ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে দেশটির সরকার, কারণ মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে গেছে

১ দিন আগে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক তাইওয়ান–সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে

৩ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ডকুমেন্টারি তাঁর ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করায় তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদিও বিবিসি ক্ষমা চেয়েছে, তারা ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে

৪ দিন আগে

কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাম থানায় জব্দকৃত রাসায়নিক পরীক্ষা চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যাতে অন্তত নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন

৪ দিন আগে