ভারতীয়দের দুঃসংবাদ দিল ইরান

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

ভারতীয় নাগরিকদের ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে দেশটির সরকার, কারণ মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে গেছে।

এই নতুন সিদ্ধান্ত আগামী শনিবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, ইরানে প্রবেশ করতে বা ট্রানজিটে যেতে ভারতীয় নাগরিকদের আগে থেকেই ভিসা সংগ্রহ করতে হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৭ নভেম্বর) জানায়, মানব পাচারকারী চক্রের কার্যক্রম বন্ধ করাই ইরানের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, ভিসামুক্ত প্রবেশের সুবিধা কাজে লাগিয়ে দালালচক্র বহু ভারতীয়কে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ইরানে পাঠাচ্ছিল। অনেক ভারতীয়কে বলা হতো, ইরানে গেলে উচ্চ বেতনের চাকরির সুযোগ পাবেন, কিংবা সেখান থেকে সহজে উপসাগরীয় দেশ বা ইউরোপের পথে যাওয়া সম্ভব হবে। তবে বাস্তবে ইরানে পৌঁছানোর পর অনেককে অপহরণ করা হতো এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হতো।

ক্রমাগত কয়েকটি অপহরণ ও পাচারের ঘটনা প্রকাশ্যে আসার পর বিষয়টি ভারত সরকারের নজরে আসে। তদন্তে দেখা যায়, ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে ভারতীয়দের ইরানে পাঠিয়ে আটকে রাখার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এর আগে গত মাসেও ভারত সরকার সতর্ক করে জানিয়েছিল, কিছু দালাল ভুয়া চাকরির অফার দেখিয়ে মানুষকে ইরানে পাঠাচ্ছে এবং ভিসামুক্ত প্রবেশ সুবিধা কেবল পর্যটনের জন্য, কাজের উদ্দেশ্যে নয়।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইরান কয়েকটি দেশের নাগরিকদের স্বল্প সময়ের জন্য ভিসামুক্ত প্রবেশের অনুমতি দিয়েছিল, যা কূটনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে করা হয়েছিল। এর ফলে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ইরানে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারতেন। কিন্তু মানব পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় তেহরান সেই সুবিধা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

এভাবে ইরান সরকার এই পদক্ষেপের মাধ্যমে মানব পাচার রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে, পাশাপাশি ভারতীয় নাগরিকদের জন্য ভ্রমণ প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রিত ও নিরাপদ করার লক্ষ্য রাখছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বিশ্ব নিয়ে আরও পড়ুন

ভারতীয় নাগরিকদের ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে দেশটির সরকার, কারণ মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে গেছে

১ দিন আগে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক তাইওয়ান–সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে

৩ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ডকুমেন্টারি তাঁর ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করায় তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদিও বিবিসি ক্ষমা চেয়েছে, তারা ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে

৪ দিন আগে

কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাম থানায় জব্দকৃত রাসায়নিক পরীক্ষা চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যাতে অন্তত নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন

৪ দিন আগে