বিবিসির ভিডিও নিয়ে ট্রাম্পের মামলা ঘোষণা

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ডকুমেন্টারি তাঁর ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করায় তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদিও বিবিসি ক্ষমা চেয়েছে, তারা ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে।

ট্রাম্প শুক্রবার (১৪ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, ‘সম্ভবত আগামী সপ্তাহের কোনো এক সময়ে আমরা তাদের বিরুদ্ধে ১০০ কোটি থেকে ৫০০ কোটি ডলারের মামলা করব।’ তিনি দাবি করেন, বিবিসি তাঁর বক্তব্য পরিবর্তন করে প্রদর্শন করেছে এবং এটি একটি প্রতারণা।

ঘটনাটি ২০২১ সালের ৬ জানুয়ারির ট্রাম্পের ভাষণকে কেন্দ্র করে। ডকুমেন্টারির সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে দর্শকের মনে ভুল ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান দিয়েছেন। বিবিসি ক্ষমা চাইলেও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে। এ ঘটনায় সংস্থার মহাপরিচালক টিম ডেভি ও বার্তাপ্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন।

ট্রাম্প বলেন, বিষয়টি তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে তোলেননি, তবে স্টারমার তার সঙ্গে কথা বলতে চেয়েছেন। ট্রাম্পের আইনজীবীরা এই সপ্তাহের শুরুতে বিবিসিকে হুঁশিয়ারি দিয়েছিলেন, যাতে তারা বক্তব্য প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ না দিলে ১০০ কোটি ডলারের মামলা করা হবে।

ব্রিটিশ গণমাধ্যম জানায়, ভিডিও ক্লিপের সম্পাদনার ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ভুল ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতা আহ্বান করেছেন। বিবিসির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা আন্তরিকভাবে দুঃখিত, তবে মনে করি এটি মানহানির মামলার ভিত্তি হতে পারে না।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

যুক্তরাষ্ট্র নিয়ে আরও পড়ুন

ভারতীয় নাগরিকদের ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা স্থগিত করেছে দেশটির সরকার, কারণ মানব পাচার ও ভুয়া চাকরির প্রলোভনে ভারতীয়দের ইরানে পাচারের ঘটনা বেড়ে গেছে

১ দিন আগে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক তাইওয়ান–সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে চীন ও জাপানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে

৩ দিন আগে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ডকুমেন্টারি তাঁর ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করায় তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। যদিও বিবিসি ক্ষমা চেয়েছে, তারা ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানিয়েছে

৪ দিন আগে

কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাম থানায় জব্দকৃত রাসায়নিক পরীক্ষা চলাকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যাতে অন্তত নয়জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন

৪ দিন আগে