বাংলাদেশ

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি প্রার্থী নুরুল আমিনের

Icon
নিজস্ব প্রতিবেদক
প্রকাশঃ জানুয়ারী ৫, ২০২৬
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে সক্রিয় হয়েছে। তিনি অভিযোগ করেন, ওই গোষ্ঠী জনগণের ভোট ছাড়াই ক্ষমতা ভোগ করতে চায় এবং রাজনৈতিক বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।
রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও নির্বাচনী বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভাটি সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়।
নুরুল আমিন বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং ধর্মীয় আবেগকে ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ছিল ঐতিহাসিক, আর সেই আদর্শ ধারণ করেই বিএনপিকে এগিয়ে নিতে হবে।
আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা ও উত্তর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
 

বাংলাদেশ

আরও দেখুন
এবার আ'লীগ নেতাকে আটক করে ছেড়ে দিলেন গোদাগাড়ী থানা পুলিশ

গোদাগাড়ী থানা পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে আটকের পর মোটা অংকের উৎকোচ গ্রহণ করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা চলছে। রোববার (৪ জানুয়ারি) গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলীকে আটক করে থানা পুলিশ। আটক মোহাম্মদ আলী (৭০) বালিয়াঘাটা গ্রামের বাসিন্দা। এএসআই সেলিম আটকের বিষয়টি স্বীকার করে জানান, ওসির নির্দেশে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। তবে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়ায় মোটা অংকের অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। তাদের দাবি, থানাটি যেনো “আটক বানিজ্য কেন্দ্রে" পরিনত হয়েছে।এ ঘটনায় বিএনপি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, মোহাম্মদ আলী আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এলাকায় বিভাজন সৃষ্টি ও প্রভাব খাটিয়ে অর্থ আদায় করতেন। তার ভয়ে ২০১৮ সালের নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতেও বাধাগ্রস্ত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এর আগে একই থানার এএসআই ফজলুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। স্থানীয়দের অভিযোগ, থানায় সেবার পরিবর্তে আটক বাণিজ্য ও মাদক কারবারিদের কাছ থেকে মাসোহারা আদায় করা হচ্ছে, ফলে এলাকায় অপরাধ বাড়ছে। এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি হাসান বাশিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছিল—এটি সত্য। বয়স বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির বয়স ৭৫+ হবে। উৎকোচ গ্রহণের অভিযোগ সঠিক নয়। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৬, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

নাটোরে পুকুরপাড়ে তরুণী নিহত

ছবি: সংগৃহীত

সালথায় পাঁচ আওয়ামী লীগ নেতা পদত্যাগ, বিএনপিতে যোগদান

ছবি: প্রতিনিথি

ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
এনসিপি ৩০ আসনের বিনিময়ে স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে হাত মিলালো: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়িতে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনের বিনিময়ে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে আপস করেছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে এনসিপির সাড়ে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ছাত্র-জনতার ত্যাগকে উপেক্ষা করে এনসিপি আজ স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে। এর আগে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সচিব মো. আব্দুর রহমান ছায়াদ, নিরুপন চাকমা ও বেলাল হোসেনের নেতৃত্বে সাড়ে তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। যোগদানকারীরা অভিযোগ করেন, এনসিপি ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার থেকে সরে এসে স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে জোট করেছে। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্ট ও অনিমেষ চাকমা রিংকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইচ এম প্রফুল্ল জানুয়ারী ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রিয়ে দুই ডিলারকে জরিমানা

আলী হোসেন

মির্জাপুরে আন্দোলনকালীন সহিংসতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি প্রার্থী নুরুল আমিনের

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সেনাবাহিনীর মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় অসচ্ছল ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সকালে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে ও ২৯ বীরের তত্ত্বাবধানে শতাধিক অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট তাওসিফ আহমেদ মুন্না। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান ও ওয়ারেন্ট অফিসার মিরাজ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। তেতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  

আমির খসরু লাবলু জানুয়ারী ৫, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

ভিডিপির ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনসার ও ভিডিপির মহাপরিচালক

ছবি: প্রতিনিধি

সুন্দরবনে যৌথ অভিযানে বনদস্যুদের হাত থেকে ৩ জন উদ্ধার, আটক ৬

ছবি: সংগৃহীত

শীতে শ্বাসরোগের ঝুঁকি বেড়েছে, সতর্ক থাকার নির্দেশ

0 Comments