খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত ও জেলা বিএনপির সভাপতি প্রার্থী ওয়াদুদ ভূইয়া বলেছেন, তিনি বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ অনুসরণ করবেন এবং তারেক রহমানের ভাষায় কথা বলবেন। তিনি জানান, কাউকে আঘাত বা কষ্ট দেবেন না।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে জেলা, উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজন করা আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার সংবেদনশীল রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনকে স্মরণ করেন।
তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান হারানোর পরও খালেদা জিয়া কখনো অশ্লীল বা খারাপ ব্যবহার করেননি, যা তার জনপ্রিয়তা দেশ-বিদেশে বাড়িয়েছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার ও জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাটোর সদর উপজেলার ভেদরার বিলে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে অজ্ঞাত এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতকন্যার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু দুষ্কৃতিকারী হত্যার পর মরদেহ ফেলে গেছে। পুলিশ পরিচয় শনাক্তকরণ ও হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও বিক্রয় রশিদ না দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে দুই ডিলারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ সদর এলাকায় পরিচালিত অভিযানে মেসার্স মিলেনিয়াম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা এবং রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার দায়ে দণ্ডিত হয়। অভিযানে ক্যাব মানিকগঞ্জের সভাপতি সামসুন্নবি তুলিপসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে ন্যায্য মূল্য ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমীর ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সোমবার (৫ জানুয়ারি) ভিডিপি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণ হবে। তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েত থাকবে। এ জন্য ৮ হাজার সদস্যকে নিবন্ধন করা হয়েছে এবং নিবন্ধনের বাইরে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। উদযাপন অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিকী উদ্বোধন করা হয়। পরে ভিডিপি সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়, যা ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে শেষ হয়। র্যালীতে মহাপরিচালকসহ আনসার ও ভিডিপি’র উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।