ময়মনসিংহ

ছবি: প্রতিনিধি
দালালের খপ্পরে ভালুকা উপজেলা হাসপাতাল, বাড়তি খরচে নাজেহাল রোগীরা

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এতে সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। অনেককে বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে দালালরা রোগী শিকার করছেন। সরকারি যন্ত্রপাতি থাকা সত্ত্বেও রোগীদের প্রাইভেট সেন্টারে পাঠানো হচ্ছে। কিছু কর্মকর্তা-কর্মচারী সরকারি দায়িত্বের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থে রোগী প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নের চেষ্টা চলছে, আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। তবে জনসংখ্যার তুলনায় জনবল ও সরঞ্জাম যথেষ্ট নয়। স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছেন, দালাল চক্র ও অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়া না হলে সরকারি হাসপাতালের ওপর মানুষের আস্থা কমে যাবে। তারা স্বাস্থ্য বিভাগের উচ্চতর কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।    

ভালুকা, ময়মনসিংহ জানুয়ারী ৪, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ

টাঙ্গাইলের ৮টি আসনে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল

টাঙ্গাইল জানুয়ারী ৩, ২০২৬ 0