গোদাগাড়ী থানা পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে আটকের পর মোটা অংকের উৎকোচ গ্রহণ করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা চলছে।
রোববার (৪ জানুয়ারি) গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলীকে আটক করে থানা পুলিশ। আটক মোহাম্মদ আলী (৭০) বালিয়াঘাটা গ্রামের বাসিন্দা। এএসআই সেলিম আটকের বিষয়টি স্বীকার করে জানান, ওসির নির্দেশে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়।
তবে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়ায় মোটা অংকের অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা। তাদের দাবি, থানাটি যেনো “আটক বানিজ্য কেন্দ্রে" পরিনত হয়েছে।এ ঘটনায় বিএনপি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, মোহাম্মদ আলী আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এলাকায় বিভাজন সৃষ্টি ও প্রভাব খাটিয়ে অর্থ আদায় করতেন। তার ভয়ে ২০১৮ সালের নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতেও বাধাগ্রস্ত হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এর আগে একই থানার এএসআই ফজলুর রহমানের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। স্থানীয়দের অভিযোগ, থানায় সেবার পরিবর্তে আটক বাণিজ্য ও মাদক কারবারিদের কাছ থেকে মাসোহারা আদায় করা হচ্ছে, ফলে এলাকায় অপরাধ বাড়ছে।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি হাসান বাশিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রাজশাহী জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছিল—এটি সত্য। বয়স বিবেচনায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তির বয়স ৭৫+ হবে। উৎকোচ গ্রহণের অভিযোগ সঠিক নয়। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে । নিহত শিশুটি হৃদয় রাজ রোমানের ছেলে এবং বাকপ্রতিবন্ধী ছিলেন। পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি করার পর দুপুরে তার চাচি তাসলিমা বেগম শিশুটিকে ভাসমান অবস্থায় নদীতে দেখতে পান। আশপাশের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক আলহাজ¦ ডা. মো. শরীফুল আলম চৌধুরী। অনুষ্ঠানে রোটারী ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে এলাকার দুঃস্থ ও শীতার্ত মানুষদের সহায়তা করা হয়েছে।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় সেরেস্তাদারবাড়ি প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। সোমনাথ দে বলেন, ষড়যন্ত্রকারিরা দলের মধ্যে বিভাজন ঘটাতে পারবে না, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দলের ত্যাগী নেতাকর্মীরা নানা কষ্টের স্বীকার হয়েছেন, তাই ধানের শীষ প্রতিকের বিজয় দল ও দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।