বাংলাদেশ

কালীগঞ্জে চিরকুট পাঠিয়ে হত্যা-গুম-লুটপাট, চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি

Icon
কালীগঞ্জ প্রতিনিধি ,গাজীপুর
প্রকাশঃ জানুয়ারী ২, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে বেসরকারী হাসপাতালের ব্যবস্থাপক ও তার পরিবারকে চিরকুটের মাধ্যমে হত্যা, গুম, লুটপাট, চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি দেয়া হয়েছে। মো. জাহাঙ্গির প্রধান উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের ধোলাসাধুখা (কুহিনুর মার্কেট) এলাকার মৃত ছোবাহানের পূত্র। তিনি উপজেলার একটি বেসরকারী হাসপাতালে ব্যবস্থাপক পদে চাকুরী করেন।

চিরকুট ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে কে বা কাহারা জাহাঙ্গিরের ঘরের দরজার সামনে চিরকুট ফেলে রেখে যায়। পরের দিন অর্থাৎ ২৫ তারিখ মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দরজার সামনে মাটিতে চিরকুটটি দেখতে পায়। চিরকুটের মাধ্যমে হুমকি দিলে জাহাঙ্গির বাদী হয়ে গত ২৫ ডিসেম্বর নিকটস্থ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ২৪ তারিখের প্রথম চিরকুটে “জাহাঙ্গির আজকে তুই শেষ” রাত ১২ টার সময় লুট করবো, আগে থেকেই সতর্ক করলাম, চালাকী করলে তুই শেষ। চিরকুটে এসবই লেখা ছিল। 

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা বিবেচনায় থানায় অভিযোগ দায়ের করলে গত ২৯ ও ৩০ ডিসেম্বর রাতে পূনরায় ঘরের সামনে আরোও দুটি চিরকুট রেখে যায়। তাতে হত্যা, গুম, লুটপাট, চাঁদা দাবী ও সন্তানদের মেরে ফেলার হুমকি প্রদান করা হয়েছে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে মো. জাহাঙ্গির প্রধান বলেন, পরের দুটি চিরকুটের কথা উল্লেখ করে বলেন, “তুই নাকি থানায় জিডি করছছ, কাজটা ভাল করলি না। আমরা কিন্তু তোর সব খবরই জানি। এখন কিন্তু তোরে কেউ বাচাতে পারবে না। বাপ পুত তিন জনকেই মারবো। তোর পুলা ২টা ঝুঁকিতে আছে। ২০ হাজার টাকা বক্তারপুর নলী ব্রীজের কাছে নিয়ে আসবি। কোন ধরনের চালাকি করলে তোর ছেলে দুইটার ক্ষতি করতে বাধ্য হবো। 

জাহাঙ্গির প্রধানের স্ত্রী লিজা আক্তার নিপা বলেন, চিরকুটের মাধ্যমে হুমকি দেয়ায় স্বামী-সন্তাদের নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। বাচ্চারা ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছে এবং তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটছে। তাহারা স্কুল ও মাদ্রাসায় যেতে এবং খেলাধোলা করতে ভয় পাচ্ছে।
বাহাদুরশাদী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আহমেদ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, জাহাঙ্গির অত্যন্ত ভাল ছেলে। যারাই এধরণের অপকর্মের সাথে জরিত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবী জানাচ্ছি।

অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ রানা শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে ৩১ ডিসেম্বর বুধবার সন্ধায় বাদীর বাড়ি ও কুহিনুর মার্কেট এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয়দেরকে চিরকুটের বিষয়ে জিঙ্গাসাবাদ করেন এবং বিভিন্ন জনের হাতের লেখা সংগ্রহ করে চিরকুটের সাথে মিলিয়ে দেখেন। তখন স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হেসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বলেন, চিরকুটের মাধ্যমে হত্যা, গুম, লুটপাট, চাঁদা দাবী ও সন্তানদের হত্যার হুমকি দেয়ার বিষয়ে জানতে পেরেছি। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের জিঙ্গাসাবাদ ও ঘটনার সাথে জরিতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ

আরও দেখুন
রাজশাহীতে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে সমন্বয় সভা

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ-এর সভাপতিত্বে মঙ্গলবার (৬ জানুয়ারি) নগর ভবনের সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও অন্যান্য অভ্যন্তরীণ দপ্তরের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগরীর চলমান ও প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প, যানজট নিরসন, নাগরিক নিরাপত্তা, পরিবেশ উন্নয়ন ও শহরের মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। প্রশাসক ড. বজলুর রশীদ বলেন, সিটি কর্পোরেশন নাগরিক সেবা প্রদানের পাশাপাশি অন্যান্য দপ্তরের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি নগরীর রাস্তা প্রশস্ত হওয়ায় দ্রুত যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ গ্রহণের আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পুলিশ কমিশনার, সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, আরডিএ চেয়ারম্যান, রাজশাহী ওয়াসা ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম চলমান আছে। তিনি জনবহুল মোড়ে যানজট কমাতে ফুটওভার ব্রিজ ব্যবহারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহবান জানান। সভায় সড়ক ও উন্নয়ন সংস্থাগুলোর কর্মকর্তা নগরীর আধুনিকায়ন, ঢাকা বাস টার্মিনালের নওদাপাড়ায় স্থানান্তর এবং গুরুত্বপূর্ণ রাস্তা প্রশস্তকরণের বিষয়ে আলোচনা করেন।

রাজশাহী জানুয়ারী ৭, ২০২৬ 0

খাল খননে কৃষি বিপ্লবের আশাবাদ বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালের

এসএ জিন্নাহ কবীর

জিন্নাহ কবীরের চেয়ে স্ত্রীর সম্পদ দ্বিগুণেরও বেশি

চিটাগুড়ের সঙ্গে চিনি মিশিয়ে গুড় তৈরির দায়ে জরিমানা

লোকালয়ে সুন্দরবণের হরিণ, ধরা পড়ল গ্রামবাসীর হাতে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সুন্দরবনসংলগ্ন লোকালয়ে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, দিকভ্রান্ত হয়ে সুন্দরবন থেকে হরিণটি লোকালয়ে প্রবেশ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় হরিণটিকে নিরাপদে আটক করে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (চলতি দায়িত্বে) মো. ফজলুল হক জানান, উদ্ধারকৃত হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে। বন বিভাগ জানায়, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, নদীভাঙন ও খাদ্য সংকটের কারণে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা প্রশংসনীয়।  

সাতক্ষীরা জানুয়ারী ৭, ২০২৬ 0

দক্ষিণ সুরমায় পেট্রল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

কলারোয়ায় মাদকের টাকার জন্য খালাকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

নালিতাবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

ফেনী সাংবাদিক ইউনিটির কমিটি গঠিত

ফেনী জেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফেনী সাংবাদিক ইউনিটি-এর ২০২৬-২৭ সালের কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এম শরীফ ভূঞা (দৈনিক ঢাকা টাইমস/আজকের সময়) সভাপতি এবং পিনু শিকদার (চ্যানেল এস/দৈনিক সময়ের আলো) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহসান উল্যাহ (চ্যানেল এস) ও জিয়াউর রহমান হায়দার (সাপ্তাহিক ফেনীর ডাক)। সহ-সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম (গ্রীণ টিভি/নয়াকাল) ও মিজানুর রহমান রাজু (দৈনিক তরুণ কন্ঠ) এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাহবুব (দৈনিক সচিত্র) ও ওবায়দুল হক (সাপ্তাহিক জনপ্রিয়) দায়িত্ব পেয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ, তথ্য সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-দপ্তর সম্পাদক, প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও কার্য নির্বাহী সদস্যসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি গঠনের মাধ্যমে ফেনী সাংবাদিক ইউনিটি জেলার সাংবাদিক সমাজের স্বার্থ রক্ষা ও পেশাগত উন্নয়নে কার্যক্রম পরিচালনা করবে।  

ফেনী জানুয়ারী ৬, ২০২৬ 0

কলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান

পদত্যাগ করলেন কাদের সিদ্দিকীর দলের উপজেলার সাধারণ সম্পাদক, বিএনপিকে সমর্থন

ছবি: প্রতিনিধি

র‍্যাব সদস্যের স্ত্রী লিপি হত্যার বিচারের দাবিতে উত্তাল সরিষাবাড়ী

0 Comments