বাংলাদেশ

রাজশাহীতে ৩ মাদক কারবারি গ্রেফতার

Icon
রাজশাহী ,রাজশাহী
প্রকাশঃ জানুয়ারী ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে দুই নারী ও এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মোট সাড়ে ৯ গ্রাম হেরোইন, ১৭৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৬শ ৪০ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—চন্দ্রিমা থানার খালেদা বেগম (২৫) ও নাছরিন খাতুন (২৬) এবং শাহমখদুম থানার মো. শুভ (২০)।
ডিবি জানায়, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে কলোনী ও নতুন ফুদকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে খালেদা ও নাছরিনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। একই দিনে শাহমখদুম এলাকায় শুভকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেরকৃতরা মাদক বিক্রির স্বীকারোক্তি দিয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
লক্ষ্মীছড়ির দূর্গম ৪ গ্রামের ২ হাজার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম চার গ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে প্রায় দুই হাজার মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের টানা ১৩ দিনের প্রচেষ্টায় ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬শ ফুট উচ্চতার কালাপাহাড় রেঞ্জের প্রাকৃতিক উৎস থেকে পানি সরবরাহ করা হয়। সেনা সূত্র জানায়, ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সন্ত্রাসী কার্যক্রম বিরোধী অভিযানে গিয়ে ওই এলাকার দীর্ঘদিনের পানি সংকটের বিষয়টি নজরে আসে। পরে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও গুইমারা রিজিয়নের তত্ত্বাবধানে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে ৭ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে ইন্দ্রসিংপাড়া, শুকনাছড়ি, পাংকুপাড়া ও হাতিছড়া গ্রামে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, কোনো ধরনের বিদ্যুৎ বা মোটর ছাড়াই প্রাকৃতিক উৎস থেকে পানি সরবরাহ করা হচ্ছে। এতে ৩৭৬টি পরিবার উপকৃত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এইচ এম প্রফুল্ল জানুয়ারী ৭, ২০২৬ 0

রাজশাহীতে উন্নয়ন ও নিরাপত্তা নিয়ে সমন্বয় সভা

খাল খননে কৃষি বিপ্লবের আশাবাদ বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলালের

এসএ জিন্নাহ কবীর

জিন্নাহ কবীরের চেয়ে স্ত্রীর সম্পদ দ্বিগুণেরও বেশি

চিটাগুড়ের সঙ্গে চিনি মিশিয়ে গুড় তৈরির দায়ে জরিমানা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মজমপাড়া এলাকায় রস ছাড়াই ভেজাল খেজুরের গুড় তৈরির অভিযোগে এক হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গুড় তৈরির সরঞ্জাম, চুলা, চিটাগুড় এবং প্রায় ১০ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। স্থানীয়দের অভিযোগ, ককেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে খেজুরের রস ছাড়াই চিটাগুড় ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে বাজারে সরবরাহ করছিলেন। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে নিয়মিত প্রতিদিন ১০–১৫ কেজি করে ভেজাল গুড় উৎপাদন করা হচ্ছিল। অভিযানে প্রমাণ পাওয়ায় গুড় ধ্বংসের পাশাপাশি জরিমানা করা হয়েছে।  

মানিকগঞ্জ জানুয়ারী ৬, ২০২৬ 0

লোকালয়ে সুন্দরবণের হরিণ, ধরা পড়ল গ্রামবাসীর হাতে

দক্ষিণ সুরমায় পেট্রল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

কলারোয়ায় মাদকের টাকার জন্য খালাকে কুপিয়ে হত্যা, ঘাতক গ্রেফতার

নালিতাবাড়ীতে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে ফেরিওয়ালা আটক

সোমবার (৫ জানুয়ারি) আনুমানিক সকাল নয়টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে অভিযুক্তকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। আটক ইসলাম উদ্দিন উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে।  ভিকটিমের জেঠিমার ভাষ্যমতে, সোমবার (৫ জানুয়ারি) সকালে কসমেটিক্স কেনার জন্য শিশুটি তার বাড়িতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রাত আটটার দিকে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের আলামত পান এবং অতিরিক্ত রক্তক্ষরণের ঝুঁকি থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।   পরবর্তীতে ভিকটিম তার মায়ের কাছে ঘটনার বিবরণ দিলে অভিযুক্তের নাম প্রকাশ পায়।  নালিতাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান মিজান জানান, অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে এবং ভিকটিমের মা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।    

নালিতাবাড়ী,শেরপুর জানুয়ারী ৬, ২০২৬ 0

ফেনী সাংবাদিক ইউনিটির কমিটি গঠিত

কলারোয়ায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান

পদত্যাগ করলেন কাদের সিদ্দিকীর দলের উপজেলার সাধারণ সম্পাদক, বিএনপিকে সমর্থন

0 Comments