জাতীয়

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা

Icon
নিখাদ খবর ডেস্ক, নিখাদ খবর
প্রকাশঃ জানুয়ারী ১, ২০২৬

রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা উপলক্ষে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সকাল থেকেই জানাজাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি প্রবেশপথে বসানো হয়েছে বিশেষ চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডিএমপি, এপিবিএন, র‍্যাব, বিজিবি, আনসার, কোস্ট গার্ড ও সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশের বিশেষায়িত সোয়াট টিমও দায়িত্ব পালন করছে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, জানাজা ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
 

গুম হওয়া ২৫১ জনের মধ্যে ৯৬% বিরোধী দলের সদস্য

গণ-অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের দেড় দশকের শাসনকালীন সময়ে ১ হাজার ৫৬৯টি গুমের ঘটনা নিশ্চিত করেছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে ২৫১ জন এখনও নিখোঁজ, যাদের মৃত বলে ধরা হচ্ছে। এছাড়া সময়সীমা অতিক্রমের পর আরও ৩৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। কমিশন নিশ্চিত করেছে, অভিযোগ যাচাই-বাছাই শেষে অন্তত ২৮৭টি মৃত্যু সরাসরি গুমের সঙ্গে সম্পর্কিত। কমিশনের তথ্যমতে, ১ হাজার ৯১৩টি অভিযোগের মধ্যে ১ হাজার ৫৬৯টি বৈধ গুম হিসেবে স্বীকৃত হয়েছে। এর মধ্যে ১১৩টি অভিযোগ গুমের সংজ্ঞার বাইরে, যেমন স্বাভাবিক গ্রেপ্তার বা হেফাজতের সময় ২৪ ঘণ্টার কম হওয়া। কমিশন ধারণা করছে, প্রকৃত গুমের সংখ্যা আনুমানিক ৪ হাজার থেকে ৬ হাজারের মধ্যে হতে পারে। গুমের ঘটনায় র‍্যাব, পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার নাম উঠে এসেছে। প্রতিবেদন থেকে জানা যায়, অভিযোগের প্রায় এক-চতুর্থাংশে র‍্যাবের সংশ্লিষ্টতার উল্লেখ রয়েছে। গুম হওয়া ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিশ্লেষণ করলে দেখা যায়, ৯৬.৭ শতাংশ (৯৪৮ জন) বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ৪৭৬ জন (৫০.২%), ইসলামী ছাত্রশিবিরের ২৩৬ জন (২৪.৯%), বিএনপির ১৪২ জন (১৫%), জাতীয়তাবাদী ছাত্রদল ৪৬ জন (৪.৯%) ও যুবদল ১৭ জন (১.৮%)। কমিশন মন্তব্য করেছে, গুমের ঘটনা রাজনৈতিকভাবে নিরপেক্ষ ছিল না এবং বিরোধী দলের সদস্যদের ওপর লক্ষ্যবস্তু করে পরিচালিত হয়েছে। লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ১,৫৪৬ জনের মধ্যে পুরুষ ১,৫২৩ জন (৯৮.৫%), নারী ২৩ জন (১.৫%)। নারীদের সংখ্যা কম হলেও সামাজিক কলঙ্ক ও পরিবারিক চাপের কারণে অনেক অভিযোগ অজানা থেকে গেছে। বছরভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২০০৯ সালে ১০টি গুম, ২০১০ সালে ৩৪, ২০১১ সালে ৪৭, ২০১২ সালে ৬১, ২০১৩ সালে ১২৮, ২০১৪ সালে ৯৫, ২০১৫ সালে ১৪১, ২০১৬ সালে ২১৫, ২০১৭ সালে ১৯৪, ২০১৮ সালে ১৯২, ২০১৯ সালে ১১৮, ২০২০ সালে ৫১, ২০২১ সালে ৯৫, ২০২২ সালে ১১০, ২০২৩ সালে ৬৫ ও ২০২৪ সালে ৪৭টি। ২০১২ সালের পর গুমের সংখ্যা দ্রুত বেড়ে ২০১৮ সালের মধ্যে উচ্চমাত্রায় পৌঁছায়। নির্বাচন ও রাজনৈতিক সংঘাতের সঙ্গে এ ঘটনার সম্পর্ক স্পষ্ট। চূড়ান্ত প্রতিবেদনে কমিশন সতর্ক করেছে, সরকারি ও রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত ঘটনার চিত্র হতে পারে আংশিক। ভুক্তভোগী ও নিখোঁজদের অধিকাংশই ছাত্র ও যুব সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন, যা প্রমাণ করে রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় তরুণরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে ছিলেন।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৫, ২০২৬ 0
এ এম এম নাসির উদ্দিন

নির্বাচনী পরিবেশ অনুকূলে, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুরু

ফয়েজ আহমদ তৈয়্যব

শুল্ক কমলেও এনইআইআর কার্যক্রম বন্ধ নয়: ফয়েজ তৈয়্যব

হবিগঞ্জে ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসান জামিনে মুক্ত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল

স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নতুন উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল শুরু হয়েছে। ইতিমধ্যে সাবেক উপদেষ্টার একান্ত সচিবসহ ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনের বদলির প্রস্তুতি চলছে। একই সঙ্গে আগের সময়ে গৃহীত কিছু উন্নয়ন প্রকল্প পুনর্বিবেচনা ও ফেরত পাঠানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করলে ১১ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান আদিলুর রহমান খান। দায়িত্ব গ্রহণের পর গত দুই সপ্তাহে উপসচিব ও যুগ্ম সচিব পর্যায়ের একাধিক কর্মকর্তাকে অন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়, আবার বাইরে থেকে কয়েকজন কর্মকর্তাকে এই মন্ত্রণালয়ে আনা হয়েছে। জনপ্রশাসন সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদে থাকা আরও কিছু কর্মকর্তাকেও পর্যায়ক্রমে বদলি করা হবে। এদিকে সাবেক উপদেষ্টার সময়ে প্রস্তাবিত কুমিল্লাকেন্দ্রিক কয়েকটি বড় প্রকল্প পরিকল্পনা কমিশন থেকে ফেরত পাঠানো হয়েছে। প্রক্রিয়াগত ত্রুটি, সমীক্ষার ঘাটতি ও জনবল নির্ধারণ সংক্রান্ত নিয়ম না মানার কারণে এসব প্রকল্প অনুমোদন পায়নি বলে কমিশন জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন উপদেষ্টার অধীনে মন্ত্রণালয়ের কাজকর্ম নতুন করে সাজানোর অংশ হিসেবেই এসব পরিবর্তন ও পর্যালোচনা চলছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ৩, ২০২৬ 0

মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেছেন শামা ওবায়েদ

রংপুরে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা

Khaleda
গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার শেষযাত্রা

গুলশান থেকে শেষ বিদায়ের পথে বেরিয়ে পড়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িবহর। জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪ মিনিটে গুলশানের বাসভবন থেকে জানাজার উদ্দেশে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাত্রা করে। গাড়িবহরে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঘনিষ্ঠ স্বজনরাও বহরে অংশ নিয়েছেন। জানাজা শেষে খালেদা জিয়াকে দাফন করা হবে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। এদিকে জানাজায় অংশ নিতে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। জাতীয় সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়ক ও ফার্মগেটের খামারবাড়ি মোড়ে সকাল থেকেই উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে।

নিখাদ খবর ডেস্ক জানুয়ারী ২, ২০২৬ 0

খালেদা জিয়ার দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

0 Comments