কলাপাড়ায় শিক্ষকদের কর্মবিরতি

অভিভাবকদের তালা ভেঙে পরীক্ষা গ্রহণ

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় আন্দোলনরত শিক্ষকদের অনুপস্থিতির কারণে মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে পরীক্ষা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে অভিভাবকেরা হাতুড়ি ও ইলেকট্রিক কাটার দিয়ে প্রধান ফটকের তালা খুলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মৌখিক পরীক্ষা শুরু করেন। পরে উপজেলা প্রশাসনের সহায়তায় পরীক্ষা সম্পন্ন হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

১১তম গ্রেডে বেতন, উচ্চতর গ্রেড ও বিভাগীয় পদোন্নতি–সংক্রান্ত দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করায় কোনো শিক্ষকই পরীক্ষাকেন্দ্রে ছিলেন না। অভিভাবকেরাই শ্রেণিকক্ষে দায়িত্ব পালন করেন। শুধু মঙ্গলসুখ নয়—রহমতপুর কেজিএ, বাদুরতলী কলোনি, কলাপাড়া সরকারি, বাসন্তী মণ্ডল ও রাজেন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও অভিভাবকেরা পরীক্ষার আয়োজন করেন।

পিটিএ সভাপতি নাসিরউদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে এ সময়ে শিক্ষকদের আন্দোলন গ্রহণযোগ্য নয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিউলী আক্তার জানান, তাঁদের বিদ্যালয়ে ৭০২ শিক্ষার্থী। প্রথম শিফটে ১১৪ জন পরীক্ষায় অংশ নিলেও ১৩ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন।

ইউএনও কাউছার হামিদ বলেন, বার্ষিক পরীক্ষার সময় বিদ্যালয় বন্ধ করে দাবি আদায়ের আন্দোলন অযৌক্তিক। যেসব শিক্ষক দায়িত্ব পালন না করে কর্মবিরতিতে রয়েছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

জেলা নিয়ে আরও পড়ুন

পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধরে রাখতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে। রোববার (১৫ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় নলকূপ, ঢেউটিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

২ মিনিট আগে

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবারও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ৪৮ জন শিক্ষার্থী। রোববার (১৪ ডিসেম্বর) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হলে এ সাফল্যের তথ্য নিশ্চিত হয়। উত্তীর্ণদের মধ্যে ১২ জন ছাত্র ও ৩৩ জন ছাত্রী রয়েছেন। কলেজ কর্তৃপক্ষের ধারণা, যোগাযো

৪ ঘণ্টা আগে

নীলফামারীর সৈয়দপুরে রবিবার (১৪ ডিসেম্বর) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটির মূল আয়োজন করেন উপজেলা প্রশাসন।

২০ ঘণ্টা আগে

রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে নগরীর সাহেব বাজার, কাজলা, বন্ধগেট, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকায় অননুমোদিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং ফুট

২১ ঘণ্টা আগে