গ্যাস সংকট মোকাবিলায় তিন নতুন কূপ খননে একনেকের অনুমোদন

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

শিল্প কারখানায় গ্যাসের ঘাটতি দীর্ঘদিন ধরেই উৎপাদন ব্যাহত করছে। বিশেষ করে টেক্সটাইল ও তৈরি পোশাকসহ প্রধান শিল্পগুলো বর্তমানে অর্ধেক সক্ষমতায় চলতে বাধ্য হচ্ছে। এ পরিস্থিতিতে আমদানিনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান জোরদারে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার।

দেশের বিভিন্ন ব্লকে ১০০টি নতুন কূপ খনন পরিকল্পনার ধারাবাহিকতায় এবার আরও তিনটি কূপ খননের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

কুমিল্লার শ্রীকাইল, পাবনার মোবারকপুর ও সিলেটের ফেঞ্চুগঞ্জ এলাকায় নতুন এই তিন কূপ খনন করবে বাপেক্স। সোমবার একনেক সভায় ‘শ্রীকাইল ডিপ–১, মোবারকপুর ডিপ–১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ–১’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এক হাজার ১৩৬ কোটি টাকার এই প্রকল্পের মধ্যে ৯০৯ কোটি দেবে সরকার এবং বাকি অর্থ বহন করবে বাপেক্স। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এদিন আরও মোট ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেয় একনেক। সব প্রকল্পের সম্মিলিত ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার ৩৮৪ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে আসবে ৯ হাজার ৪৫২ কোটি টাকা এবং বিদেশি ঋণ হিসেবে পাওয়া যাবে ৫১০ কোটি টাকা।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভায় বিভিন্ন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—চট্টগ্রাম অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন, সৌরবিদ্যুতের সম্প্রসারণ, ঢাকায় অগ্নিনিরাপত্তা আধুনিকায়ন, এমআরটি লাইন–৬–এর সংশোধিত ব্যয়, এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন।

গৃহায়ন খাতে বিশেষ দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের আবাসনের জন্য। মিরপুরে ১,৫৬০টি ফ্ল্যাট নির্মাণ এবং ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট প্রকল্পে ব্যয় নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১,৩৪৪ কোটি ও ৭৬১ কোটি টাকা।

একনেকের অনুমোদন পাওয়া এসব প্রকল্প বাস্তবায়িত হলে জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন এবং সামাজিক সেবায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অর্থনীতি নিয়ে আরও পড়ুন

প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি ফের চালু হয়েছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নতুন চালান দেশে আসে। প্রথম দফায় ৩০ টন পেঁয়াজ আমদানি করেছে রকি এন্টারপ্রাইজ, বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির আমদানিকারক আব্দুল মালেক বাবু।

২ ঘণ্টা আগে

দেশের পাঁচ সমস্যাগ্রস্ত ইসলামি ব্যাংককে একীভূত করার প্রক্রিয়ায় আমানতকারীদের উদ্বেগ কমাতে বাংলাদেশ ব্যাংক বিশেষ উদ্যোগ নিয়েছে। নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’ অধিগ্রহণের কাজ এগোনোর সঙ্গে সঙ্গে জানানো হয়েছে—যেসব গ্রাহকের হিসাব এই পাঁচ ব্যাংকে রয়েছে, তাঁদের নির্দিষ্ট পরিমাণ টাকা দ্রুত ফেরত দে

৮ ঘণ্টা আগে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যারা ব্যাংক ঋণ পরিশোধ করেন না এবং গ্যাস–বিদ্যুৎ বিল দিতে অনীহা দেখান, তারাই দেশের বড়লোক। তবে তার এই মন্তব্যে ব্যবসায়ীরা প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, সম্পদ সঞ্চয় ও টাকা পাচারের ক্ষেত্রে কেবল ব্যবসায়ীরা নয়, সরকারি কর্মকর্তারাও জড়িত

৩ দিন আগে

দেশের বিভিন্ন ব্লকে ১০০টি নতুন কূপ খনন পরিকল্পনার ধারাবাহিকতায় এবার আরও তিনটি কূপ খননের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)

৫ দিন আগে