সুন্দরবনে অবৈধ শিকারের জন্য পাতা ফাঁদে আটকা পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ে উদ্ধার অভিযান পরিচালিত হয়। বন বিভাগের বিশেষজ্ঞ দল, ঢাকা থেকে আনা ভেটেরিনারি সার্জনসহ, দীর্ঘ সতর্ক অভিযান চালিয়ে ট্যাংকুলাইজারের মাধ্যমে বাঘটিকে অচেতন করে বিশেষ খাঁচায় আটক করে খুলনার চিকিৎসার জন্য নিয়ে যায়। খুলনায় বাঘটির শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবীর জানান, অবৈধ ফাঁদে আটকা পড়ার খবর পেয়ে তৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অবৈধ শিকার ও ফাঁদ পাতার কারণে সুন্দরবনের প্রাণীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে এবং আরও কঠোর নজরদারি প্রয়োজন।
সুন্দরবনে অবৈধ শিকারের জন্য পাতা ফাঁদে আটকা পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে উদ্ধার করেছে বন বিভাগ। রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ে উদ্ধার অভিযান পরিচালিত হয়। বন বিভাগের বিশেষজ্ঞ দল, ঢাকা থেকে আনা ভেটেরিনারি সার্জনসহ, দীর্ঘ সতর্ক অভিযান চালিয়ে ট্যাংকুলাইজারের মাধ্যমে বাঘটিকে অচেতন করে বিশেষ খাঁচায় আটক করে খুলনার চিকিৎসার জন্য নিয়ে যায়। খুলনায় বাঘটির শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ কবীর জানান, অবৈধ ফাঁদে আটকা পড়ার খবর পেয়ে তৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অবৈধ শিকার ও ফাঁদ পাতার কারণে সুন্দরবনের প্রাণীরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে এবং আরও কঠোর নজরদারি প্রয়োজন।