শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে পাকিস্তানের কূটনৈতিক বিব্রতি

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সর্বশেষ ঘূর্ণিঝড় ডিতওয়াহর ধাক্কায় বিধ্বস্ত। দেশটিতে প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ৪৫৬ জন প্রাণ হারিয়েছেন, আরও ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন, এবং প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই সংকটের সময় পাকিস্তান থেকে পাঠানো মানবিক ত্রাণকে কেন্দ্র করে শ্রীলঙ্কা সরকারের সমালোচনার ঝড় উঠেছে।

এএফপি ও নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ থেকে আসা ত্রাণের চালানে খাবার, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছিল। কিন্তু কলম্বোর কর্মকর্তারা পরীক্ষা করার পর দেখেন, বেশ কয়েকটি পণ্যের মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ। বিশেষ করে কিছু প্যাকেটে মেয়াদ ২০২৪ সালে শেষ হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা ও পররাষ্ট্র দপ্তর এই ঘটনার “অত্যন্ত উদ্বেগজনক” বলে অভিহিত করেছে। পরিস্থিতি এমন, যে কলম্বোতে পাকিস্তানের প্রতি কূটনৈতিক অসন্তোষও প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি পাকিস্তানের জন্য আন্তর্জাতিকভাবে বিব্রতকর মুহূর্ত, বিশেষ করে যখন তারা ভারত মহাসাগরের কূটনৈতিক ও সামরিক উপস্থিতি জোরদার করার চেষ্টা করছে।

সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রাণকে “অপমানজনক” এবং “ত্রাণ কূটনীতির” উদাহরণ হিসেবে উল্লেখ করছেন। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার পর ত্রাণ পরীক্ষার বিধি আরও কঠোর করা হয়েছে, বিশেষ করে যেসব দেশ থেকে নিম্নমানের ত্রাণ পাঠানোর প্রবণতা দেখা যায় তাদের ক্ষেত্রে।

পাকিস্তানের মানবিক ত্রাণ কূটনীতি পূর্বেও সমালোচিত হয়েছে। উদাহরণস্বরূপ, ২০১৫ সালের নেপালের ভূমিকম্পে হিন্দু অধ্যুষিত এলাকায় গরুর মাংস পাঠানোর ফলে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়েছিল।

এদিকে, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং এই প্রাকৃতিক দুর্যোগকে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

এশিয়া নিয়ে আরও পড়ুন

শ্রীলঙ্কা সর্বশেষ ঘূর্ণিঝড় ডিতওয়াহর ধাক্কায় বিধ্বস্ত। দেশটিতে প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত ৪৫৬ জন প্রাণ হারিয়েছেন, আরও ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন, এবং প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ নানা ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন

৩ ঘণ্টা আগে

ভোরের নিস্তব্ধতায়, শীতের আকাশে আলোর আগে, নদীয়া জেলার নবদ্বীপ শহরের রেলওয়ে কলোনির এক অন্ধকার কোণে ঘটল অদ্ভুত এক দৃশ্য। এক নবজাতক শিশুকে দেখা গেল ঠান্ডা মাটিতে পড়ে, ঘিরে দাঁড়িয়ে ছিল কয়েকটি বেওয়ারিশ কুকুর। তারা কোনো আক্রমণাত্মক আচরণ করছিল না; বরং নিখুঁত প্রহরায় শিশুটিকে রক্ষা করছিল

৯ ঘণ্টা আগে

বিশ্বজুড়ে রাজনৈতিক নিপীড়ন, নিরাপত্তাহীনতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবছর হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে আশ্রয় চান। আশ্রয়ের আবেদন গৃহীত হলে প্রথম ধাপে পাঁচ বছরের Protection-Based Leave বা সুরক্ষামূলক বসবাসের অনুমতি দেওয়া হয়

৯ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে রুপির ওপর চাপ নতুন মাত্রায় পৌঁছেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির বিনিময়হার নেমে দাঁড়িয়েছে ৮৯.৭৩—যা এখন পর্যন্ত রুপির সর্বনিম্ন মান। মাত্র দুই সপ্তাহ আগের ৮৯.৪৯-এর রেকর্ডও এই দরপতনে ছাড়িয়ে গেছে

১০ ঘণ্টা আগে