বরিশাল জেলা কার্যালয়ে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে বাসদ মনোনীত বরিশাল-৫ আসনের প্রার্থী ডাঃ মনীষা চক্রবর্ত্তীকে সমর্থন জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ফ্রন্টের সদস্যরা বলেন, লুটেরাদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে সংসদে পাঠাতে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এতে উপস্থিত ছিলেন সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার সহ-সভাপতি জাহাঙ্গীর কবির মুকুল, বাসদ বরিশাল জেলা শাখার সদস্যরা এবং অন্যান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর গড়কান্দায় ভোগাই নদীতে ডুবে ইয়াসিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে । নিহত শিশুটি হৃদয় রাজ রোমানের ছেলে এবং বাকপ্রতিবন্ধী ছিলেন। পরিবারের সদস্যদের খোঁজাখুঁজি করার পর দুপুরে তার চাচি তাসলিমা বেগম শিশুটিকে ভাসমান অবস্থায় নদীতে দেখতে পান। আশপাশের লোকজন দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের চেয়ারম্যান অধ্যাপক আলহাজ¦ ডা. মো. শরীফুল আলম চৌধুরী। অনুষ্ঠানে রোটারী ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে এলাকার দুঃস্থ ও শীতার্ত মানুষদের সহায়তা করা হয়েছে।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় সেরেস্তাদারবাড়ি প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। সোমনাথ দে বলেন, ষড়যন্ত্রকারিরা দলের মধ্যে বিভাজন ঘটাতে পারবে না, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতিকের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দলের ত্যাগী নেতাকর্মীরা নানা কষ্টের স্বীকার হয়েছেন, তাই ধানের শীষ প্রতিকের বিজয় দল ও দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।