ভাগ্য খুলে যেতে পারে ২৭ তম বিসিএস এ বাদ পড়া ১১৩৭ জনের

Thumbnail image

দীর্ঘ ১৭ বছর পর ২৭ তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে করা আপিলের ওপর আগামীকাল বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এ সংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা তিনটি আপিলের ওপর শুনানি শেষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের এ দিন ধার্য করেন।

আওয়ামী দুঃশাসনে বিচারহীনতার ঘৃণ্য শিকার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুঃশাসনে বিচারহীনতায় ক্ষতিগ্রস্ত হয়েছিলো তারা। ২৭তম বিসিএস ১ম ফলাফলে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছিল এই বঞ্চিতরা। ভিত্তিহীন দূর্নীতির অভিযোগ এনে চাকুরিচ্যুত করা হয় তাদেরকে।

২৭ তম বিসিএস এর প্রথম ফলাফল বাতিল এর ক্ষেত্রে এবং সাদতীয় ভাইভা প্রহসনে বাদ পড়ে যাওয়া ১১৩৭ জনের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ আদালতে উপস্থাপিত হয়নি। শুধুমাত্র চিহ্নিত আওয়ামী লেবাসধারী পত্রিকায় প্রকাশিত পিএসসি সংস্কার বিষয়ক সংবাদের প্রেক্ষিতে পি এস সির উপর ইতিবাচক পাবলিক পারসেপশন তৈরি ও আস্থা পুন:অর্জনের জন্য ২৭ তম বিসিএস এর প্রথম ফলাফলে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্তদের বাতিল করে দ্বিতীয় ভাইবা নামক উদ্ভট কায়দায় ১১৩৭ জনকে বাদ দেয়া হয়।

প্রথম ফলাফলে উত্তীর্ণদের নিয়োগ বাতিল করা হলে সংক্ষুব্ধ প্রার্থীরা ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন। পরে মহামান্য আদালত বঞ্চিতদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন।

শেখ হাসিনা সরকার হাইকোর্টের দেয়া এই রায় আমলে না নিয়ে বিচার বিভাগে নগ্ন হস্ত ক্ষেপের মাধ্যমে সুপারিশ প্রাপ্তদের নিয়োগের রায়কে বাস্তবায়নের পরিবর্তে তা বন্ধ করে দেন। হাইকোর্ট যখন তিনমাসের মধ্যে নিয়োগের আদেশ দিল ঠিক তখনই সরকার আপিল করে এবং নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেয়। তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক শেখ হাসিনার ফরমায়েশী এজেন্ডা বাস্তবায়নের জন্য অন্ধের মত ২৭ তম বিসিএস এর প্রথম ফলাফল বাতিল করে দেয় বলে অভিযোগ করে সংক্ষুব্দরা।

রায়ে বলা হয়, "২৭ তম বিসিএস এর প্রথম ফলাফলে দুর্নীতি বিষয়ে কোন তথ্য প্রমাণাদি না থাকা সত্ত্বেও শুধুমাত্র পিএসসির বিষয়ে পাবলিক পারসেপশন ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে পাশাপাশি, সৎ থেকে অসৎকে আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব নয় বলে প্রথম ফলাফলে উত্তীর্ণদের নিয়োগের সুপারিশ বাতিল করা হয়েছিল।

জুলাই বিপ্লবের পর ২৭ তম বিসিএস এর প্রথম চুড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত এবং প্রহসনের ২য় ভাইভায় বাদ পড়া ১১৩৭ জন ন্যায় বিচার পাওয়ার আশায় আবার মহামান্য সুপ্রিম কোর্টে আপিল রিভিউ করেন। মহামান্য আদালত লিভ টু আপিল মঞ্জুর করে দীর্ঘ শুনানি শেষে আগামীকাল রায় দিতে যাচ্ছেন।

এ মামলার আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বলেন, দীর্ঘ ১৮ বছর পর এ মামলাটি রায়ের জন্য আগামীকাল ধার্য্য তারিখ। রায়ের ফলাফল কি হবে তা তিনি উল্লেখ না করে বলেন, দীর্ঘ দিন ধরে শেখ হাসিনা দেশের মানুষের উপর যে নির্যাতন নিপিড়ন চালিয়েছে এতে করে বিচার বিভাগের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। তৈরী হয়েছিল এক বিচার হীনতার সংস্কৃতি। ফ্যাসিস্ট সরকারে পতনের পর আবার এই মামলাটি আদালতে উঠে। সুতারাং বুঝাই যাচ্ছে বিচার বিভাগের উপর মানুষের আবার আস্থা ফিরে এসছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী জানান, আদালতের মোটিভ দেখে মনে হচ্ছে আমরা ন্যায় বিচার পাবো ইনশাআল্লাহ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

খবর নিয়ে আরও পড়ুন

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ওয়াশ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

০৫ এপ্রিল ২০২৫

সুলতান’স ডাইন সম্প্রতি ইনভেনটরি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন।

০২ মার্চ ২০২৫

বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জেলা ভিত্তিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসএসসিতে জিপিএ ২.৫ হলেই আবেদন করা যাবে। আগামী ০৩ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৮ মার্চ পর্যন্ত।

২৭ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী দুঃশাসনে বিচারহীনতার ঘৃণ্য শিকার স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুঃশাসনে বিচারহীনতায় ক্ষতিগ্রস্ত হয়েছিলো তারা। ২৭তম বিসিএস ১ম ফলাফলে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হয়েছিল এই বঞ্চিতরা।

১৯ ফেব্রুয়ারি ২০২৫