নওশাদ জমির

ছবি: প্রতিনিধি
পঞ্চগড়ে সারজিস আলম ও নওশাদ জমিরের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম এবং বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একই আসনের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির একসঙ্গে দেশ ও পঞ্চগড়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তারা কোলাকুলি করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দৃষ্টান্ত স্থাপন করেন। সারজিস আলম বলেন, দল ও আদর্শ ভিন্ন হলেও পঞ্চগড় ও দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে। নির্বাচন শেষের পরও এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যারিস্টার নওশাদ জমির বলেন, দলের শোকের মধ্যেও সাংবিধানিক নিয়ম অনুযায়ী বিএনপি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি সারজিস আলমের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান জানান, পঞ্চগড় জেলার দুইটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে পঞ্চগড়-১ আসনে সাতজন এবং পঞ্চগড়-২ আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে পঞ্চগড়-১ আসনে একজন এবং পঞ্চগড়-২ আসনে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

_ জানুয়ারী ৩, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ

খালেদা জিয়ার নীতি ও তারেক রহমানের ভাষায় কাজ করব: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি জানুয়ারী ৭, ২০২৬ 0