বিদ্যালয়

ছবি: প্রতিনিধি
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নে তথ্য সংগ্রহ শুরু

সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা নিশ্চিত করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। জেলার ১০৯৫টি সরকারি বিদ্যালয়ের অধিকাংশ খেলার মাঠ দীর্ঘদিন ধরে বেদখল বা অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছিল। নতুন উদ্যোগে মাঠ পুনরুদ্ধার করে ব্যবহারযোগ্য করা হবে এবং প্রতি বৃহস্পতিবার কো-কারিকুলার কার্যক্রম হিসেবে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা চালু রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রুহুল আমীন জানান, খেলাধুলার মাধ্যমে শিশুরা শারীরিক ও মানসিক সুস্থতা, নেতৃত্বগুণ, দলবদ্ধ কাজের দক্ষতা ও সামাজিক আচরণ উন্নত করতে পারবে। শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ বলেন, খেলাধুলা ও অন্যান্য কো-কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীর সৃজনশীলতা, সামাজিকীকরণ ও মানসিক ভারসাম্য বজায় রাখতে অপরিহার্য। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম না থাকলে শিশুরা স্থূলতা, মানসিক চাপ ও আত্মবিশ্বাসহীনতায় ভুগতে পারে। উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় ও আশপাশের মাঠগুলো শিশু ও স্থানীয় কমিউনিটির জন্য নিরাপদ ও কার্যকর খেলার জায়গা হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে মাঠ ব্যবস্থাপনায় কমিউনিটির অংশগ্রহণ ও মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখা হবে। সাতক্ষীরার শিক্ষা কর্মকর্তা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উন্নত খেলাধুলার পরিবেশ নিশ্চিত হবে এবং প্রাথমিক শিক্ষার মানও বৃদ্ধি পাবে।  

_ জানুয়ারী ৩, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ

খালেদা জিয়ার নীতি ও তারেক রহমানের ভাষায় কাজ করব: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি জানুয়ারী ৪, ২০২৬ 0