সাতক্ষীরার প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা নিশ্চিত করতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। জেলার ১০৯৫টি সরকারি বিদ্যালয়ের অধিকাংশ খেলার মাঠ দীর্ঘদিন ধরে বেদখল বা অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছিল।
নতুন উদ্যোগে মাঠ পুনরুদ্ধার করে ব্যবহারযোগ্য করা হবে এবং প্রতি বৃহস্পতিবার কো-কারিকুলার কার্যক্রম হিসেবে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা চালু রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: রুহুল আমীন জানান, খেলাধুলার মাধ্যমে শিশুরা শারীরিক ও মানসিক সুস্থতা, নেতৃত্বগুণ, দলবদ্ধ কাজের দক্ষতা ও সামাজিক আচরণ উন্নত করতে পারবে।
শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ বলেন, খেলাধুলা ও অন্যান্য কো-কারিকুলার কার্যক্রম শিক্ষার্থীর সৃজনশীলতা, সামাজিকীকরণ ও মানসিক ভারসাম্য বজায় রাখতে অপরিহার্য। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম না থাকলে শিশুরা স্থূলতা, মানসিক চাপ ও আত্মবিশ্বাসহীনতায় ভুগতে পারে।
উদ্যোগের মাধ্যমে বিদ্যালয় ও আশপাশের মাঠগুলো শিশু ও স্থানীয় কমিউনিটির জন্য নিরাপদ ও কার্যকর খেলার জায়গা হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে মাঠ ব্যবস্থাপনায় কমিউনিটির অংশগ্রহণ ও মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখা হবে।
সাতক্ষীরার শিক্ষা কর্মকর্তা আশা করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উন্নত খেলাধুলার পরিবেশ নিশ্চিত হবে এবং প্রাথমিক শিক্ষার মানও বৃদ্ধি পাবে।
নাটোর সদর উপজেলার ভেদরার বিলে সোমবার (৫ জানুয়ারি) দুপুরে অজ্ঞাত এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতকন্যার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিছু দুষ্কৃতিকারী হত্যার পর মরদেহ ফেলে গেছে। পুলিশ পরিচয় শনাক্তকরণ ও হত্যার রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও বিক্রয় রশিদ না দেওয়ার অভিযোগে মানিকগঞ্জে দুই ডিলারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ সদর এলাকায় পরিচালিত অভিযানে মেসার্স মিলেনিয়াম এন্টারপ্রাইজকে এক লাখ টাকা এবং রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত মূল্য অমান্য করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি এবং ক্রেতাদের রশিদ না দেওয়ার দায়ে দণ্ডিত হয়। অভিযানে ক্যাব মানিকগঞ্জের সভাপতি সামসুন্নবি তুলিপসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে ন্যায্য মূল্য ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমীর ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সোমবার (৫ জানুয়ারি) ভিডিপি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের আকাঙ্খা পূরণ হবে। তিনি বলেন, নির্বাচনে নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে ৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েত থাকবে। এ জন্য ৮ হাজার সদস্যকে নিবন্ধন করা হয়েছে এবং নিবন্ধনের বাইরে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। উদযাপন অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিকী উদ্বোধন করা হয়। পরে ভিডিপি সদস্যদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়, যা ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে ভাষা শহীদ আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজে শেষ হয়। র্যালীতে মহাপরিচালকসহ আনসার ও ভিডিপি’র উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।