রাজশাহী-১

ছবি: প্রতিনিধি
রাজশাহীতে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) ও রাজশাহী-২ (সদর) আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। রাজশাহী-১ আসনে বিএনপির শরিফ উদ্দীন, এবি পার্টির আবদুর রহমান ও জামায়াতে ইসলামীর মজিবুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে স্বতন্ত্র প্রার্থী মো. আল সায়াদ, বিএনপির বিদ্রোহী সুলতানুল তারেক এবং গণঅধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহানের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিলের কারণ হিসেবে মৃত ভোটারের স্বাক্ষর, প্রস্তাবকদের অনুপস্থিতি, আয়কর রিটার্নে স্বাক্ষরের ঘাটতি ও দলীয় সমর্থনের ফরমে স্বাক্ষরের অসঙ্গতি উল্লেখ করা হয়েছে। রাজশাহী-২ আসনে বিএনপির মো. মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মোহাম্মদ জাহাঙ্গীর, এবি পার্টির মু. সাঈদ নোমান, ইসলামী আন্দোলনের মুহাম্মদ ফজলুল করিম, লেবার পার্টির মো. মেজবাউল ইসলাম ও নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে ঋণ খেলাপির দায়, মৃত ভোটারের স্বাক্ষর ও তথ্য মিল না থাকার কারণে এলডিপির মো. ওয়াহেদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী মো. শাহাবুদ্দিন ও সালেহ আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত যাচাই-বাছাইয়ে প্রার্থীদের যোগ্যতা ও হলফনামা যাচাই করা হয়। রাজশাহীর ছয়টি আসনে মোট ৩৮টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়, যার মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়ন দেয়ায় ভোটের মাঠে রয়েছেন ৩৭ জন প্রার্থী।

_ জানুয়ারী ৩, ২০২৬ 0
সর্বাধিক পঠিত

শীর্ষ সপ্তাহ

ছবি: প্রতিনিধি
বাংলাদেশ

খালেদা জিয়ার নীতি ও তারেক রহমানের ভাষায় কাজ করব: ওয়াদুদ ভূইয়া

খাগড়াছড়ি জানুয়ারী ৭, ২০২৬ 0