রাজনীতি

গণভোটে জনসমর্থন জোরদারে শ্রীমঙ্গলে এনসিপির পথসভা ও পদযাত্রা

Icon
মৌলভীবাজার
প্রকাশঃ জানুয়ারী ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ১০ দলীয় জোট ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশের পক্ষে গণভোট সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (২৯ জানুয়ারি) শ্রীমঙ্গলে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর পদযাত্রা স্টেশন রোডের তেল পাম্পে গিয়ে পথসভায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিশেষ অতিথি ছিলেন এনসিপির মূখ্য সংগঠক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক এহতেশাম হক ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা গণভোটে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রীতম দাশের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

রাজনীতি

আরও দেখুন
মোরেলগঞ্জে লাঙ্গল প্রতীকে প্রার্থী সাজন কুমার মিস্ত্রী ভোট চেয়ে গণসংযোগ

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সংখ্যালঘু বিষয়ক প্রতিনিধি সাজন কুমার মিস্ত্রী লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে তিনি ঝিলবুনিয়া, কামলা, কচুবুনিয়া, হোগলাপাশা, বৌলপুর, শৌলখালী বাজার, পুটিখালী, জিউধরা ইউনিয়নের বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি ঝিলবুনিয়া পীর সাহেব, প্রয়াত সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন, সাবেক সংসদ সদস্য সুধাংশু শেখর হালদারসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করেন। গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শিমুল ফকির, যুবসংহতির উপজেলা সভাপতি মো. মাসুদ রেজা, সাধারণ সম্পাদক আল আমিন ফরাজী পলাশসহ স্থানীয় নেতাকর্মীরা। সাজন কুমার মিস্ত্রী বলেন, ক্ষমতার জন্য নয়, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণেই তিনি রাজনীতি করছেন। মোরেলগঞ্জ-শরণখোলাকে সন্ত্রাসমুক্ত ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মোরেলগঞ্জ, বাগেরহাট জানুয়ারী ৩০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ

ছবি: প্রতিনিধি

রংপুরে তারেক রহমানের জনসভা হবে স্বরনকালের

ছবি: প্রতিনিধি

“স্বভাবী চোররা ইসলামকে ভয় পায়”: মুহাম্মদ রেজাউল করীম

ছবি: প্রতিনিধি
মোরেলগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শেরপুর-৩ আসনের শ্রীবরদী উপজেলা সেক্রেটারী মাওলানা রেজাউল করিমকে হত্যার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় নব্বইরশী বাসষ্ট্র্যান্ড থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় পরিণত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা শিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান সাঈফ, পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি মাষ্টার আল আমিন, সহ-সেক্রেটারি রেজাউল করিমসহ বিভিন্ন নেতা। সভায় শাহাদাত বরণকারি মাওলানা রেজাউল করিমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। বক্তারা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মোরেলগঞ্জ, বাগেরহাট জানুয়ারী ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

গণভোটে জনসমর্থন জোরদারে শ্রীমঙ্গলে এনসিপির পথসভা ও পদযাত্রা

ছবি: প্রতিনিধি

শুক্রবার দুপুরে রংপুরে আসছেন তারেক রহমান

ছবি: প্রতিনিধি

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি
রামপালের রাজনগরে জামায়াত প্রার্থী আ. ওয়াদুদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের কালেখারবেড় শহীদ মিনার চত্বরে নির্বাচনী জনসভা করেছেন। রাজনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হাফেজ জিএম ফারুক হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় দাঁড়িপাল্লা প্রার্থী বলেন, “আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক। জনগণের সমর্থন পেলে রামপাল–মোংলার উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে।” সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. ইকবাল হোসাইন, রামপাল উপজেলা এনসিপির সমন্বয়ক মো. মাজিদুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মল্লিক আব্দুল হাই ও সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান জিহাদ। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও ছাত্রশিবির নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বাগেরহাট জানুয়ারী ২৯, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

গোলাম পরওয়ারের হুঁশিয়ারি ও সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস

ছবি: প্রতিনিধি

দাবি জানিয়ে আন্দোলন থেকে বিক্ষোভকারীদের সড়িয়ে নিলেন সারজিস

ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছিল: মির্জা ফখরুল

0 Comments