অপরাধ

বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

Icon
বরিশাল
প্রকাশঃ জানুয়ারী ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু বেপারী (৫০) পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নামিয়ে রাতে বাড়ি ফেরার পথে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার পথরোধ করে। একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

নিহত রাশেদ বিকুল ওরফে পিকুল
খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রাশেদ বিকুল ওরফে পিকুল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কদমতলা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একাধিক গুলির শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রাশেদকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রূপসা থানার ওসি (তদন্ত) মো. সবুর জানান, কয়েকজন দুর্বৃত্ত পিকুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলি লাগার কারণে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করেছে। নিহতের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ থাকলেও হত্যার সঠিক কারণ এবং মূল হোতারা এখনও শনাক্ত করা যায়নি। ঘটনার পর বাগমারা ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশি উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে।  

খুলনা জানুয়ারী ১১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সাংবাদিকের বাড়ি লক্ষ্য করে আগুন ও বোমা নিক্ষেপ

ছবি: প্রতিনিধি

সৈয়দপুরে টুলের পায়া থেকে ১০২৪ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

ছবি: প্রতিনিধি

বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যা

ছবি: সংর্গহীত
সিংড়ায় বিএনপি নেতার ওপর নৃশংস হামলা, ২১ জনের বিরুদ্ধে মামলা

নাটোরের সিংড়ায় এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা রায়হান কবির (৪৫) ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় আহতের ছেলে মেহেদী হাসান সিংড়া থানায় মামলাটি করেন। মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নির্বাচনী আলোচনা শেষে বাড়ি ফেরার পথে বিলতাজপুর এলাকায় রায়হান কবিরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা চাইনিজ কুড়াল ব্যবহার করে তার দুই পায়ে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় প্রথমে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার পায়ের রগ কেটে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক। মামলায় অভিযোগ করা হয়েছে, ধানের শীষের এক প্রার্থীর সমর্থকদের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়। তবে অভিযুক্ত পক্ষ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনাটিকে পারিবারিক বিরোধের ফল বলে দাবি করেছে। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

ছবি: সংগৃহীত

রাঙ্গুনিয়ায় খেজুর রস বিরোধে এক ব্যক্তি নিহত

ছবি: সংগৃহীত

ঘুস নেয়ার অভিযোগে নবীনগর থানার দুই পুলিশ সদস্য বরখাস্ত

ছবি: সংগৃহীত
মোসাব্বির হত্যাকাণ্ডের প্রধান শুটারসহ তিনজন গ্রেফতার

রাজধানীতে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোসাব্বির হত্যা মামলায় অস্ত্রধারী হামলাকারীসহ তিনজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলায় পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অভিযুক্ত শুটার জিনাত এবং হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বিল্লাল রয়েছেন। অপর আটক ব্যক্তি তাদের সহযোগী বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেজতুরী বাজার এলাকায় স্টার হোটেল সংলগ্ন একটি গলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির (৪৫)। এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১০, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ছবি: প্রতিনিধি

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য আটক

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যার প্রধান আসামি গ্রেফতার

0 Comments