রাজনীতি

২২ জানুয়ারি মৌলভীবাজারে আসছেন তারেক রহমান

Icon
মৌলভীবাজার
প্রকাশঃ জানুয়ারী ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

দেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে সিলেট বিভাগ থেকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি মৌলভীবাজার সফরে আসবেন।
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে আইনপুর খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। তার আগে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার শরিফ জিয়ারত করবেন। পরে সিলেটে আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত অন্য একটি জনসভাতেও প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন জানান, জনসভা বিকেলেই অনুষ্ঠিত হবে। জেলা বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করেছে। এই জনসভার মাধ্যমে দলের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে বলে তারা জানিয়েছেন।

 

রাজনীতি

আরও দেখুন
ছবি: প্রতিনিধি
নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠেছে, তবে চালকের হাতেই ঝুঁকি

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, এখন তা কতটা নিরাপদ হবে তা নির্ভর করছে রাজনীতিবিদদের আচরণের ওপর। সোমবার (১২ জানুয়ারি) বরিশালে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপ শেষে তিনি সাংবাদিকদের জানান, “নির্বাচনি ট্রেন ট্র‍্যাকে উঠে গেছে। শঙ্কা থাকলেও সেটি ট্র‍্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ ও তাঁদের মনোনীত প্রার্থীরাই। সদাচরণ নিশ্চিত হলে বড় কোনো ঝুঁকি থাকবে না।” ড. বদিউল আলম আরও বলেন,  “রাজনীতিবিদরা যদি উত্তেজনা কমান, সহিংসতায় না জড়ান এবং এমপি হওয়ার জন্য অপকৌশল পরিহার করেন, তাহলে নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।” সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা অংশ নেন এবং নির্বাচনকালীন আচরণ, রাজনৈতিক সংস্কৃতি ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে মতামত দেন।  

বরিশাল জানুয়ারী ১২, ২০২৬ 0
ছবি: প্রতিনিধি

২২ জানুয়ারি মৌলভীবাজারে আসছেন তারেক রহমান

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলে জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের ব্যর্থতায় অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত
কম্বল বিতরণে শোকজের জবাব দিলেন বিএনপি প্রার্থী

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তলব হলেও শেষ পর্যন্ত অভিযোগমুক্ত হলেন যশোর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি অভিযোগের কোনো ভিত্তি না পাওয়ায় তাকে অব্যাহতি দিয়েছেন। রোববার (১১ জানুয়ারি) যশোর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. মাসুদ রানার আদালতে সশরীরে হাজির হয়ে অনিন্দ্য ইসলাম অমিত লিখিত ও মৌখিকভাবে নিজের বক্তব্য উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তার ব্যাখ্যায় সন্তোষ প্রকাশ করে অভিযোগ খারিজের আদেশ দেন। অনিন্দ্য ইসলাম অমিতের আইনজীবী দেবাশীষ দাস জানান, আদালত বিষয়টি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে সিদ্ধান্ত দিয়েছেন। শুনানিকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুরসহ একাধিক জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, আদালত অভিযোগ খারিজের পাশাপাশি ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। এর আগে অনিন্দ্য ইসলাম অমিত দাবি করেন, অভিযোগে উল্লেখিত কর্মসূচিগুলো তার ব্যক্তিগত উদ্যোগে নয়, সেগুলো যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১১, ২০২৬ 0
টুঙ্গিপাড়া যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা শনিবার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

টুঙ্গিপাড়ায় পদত্যাগ করলেন তিন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে এনসিপির নেতৃবৃন্দের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

ছবি: সংগৃহীত

শরীয়তপুরে ৩ শতাধিক নেতা বিএনপিতে যোগদান, রাজনীতিতে নতুন ধারা

ডা: তাসনিম জারা
তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের চ্যালেঞ্জে ঢাকা-৯ স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং কক্সবাজার-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান আযাদ আপিলে জয়ী হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের শুনানিতে কমিশন তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এই রায়ের ফলে উভয় প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার পথে থাকা আইনি বাধা কাটিয়ে নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন। কমিশন জানিয়েছে, আপিল শুনানি আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের মধ্যে তাদের আপিল নিষ্পত্তি করা হয়েছে। এর আগে মনোনয়নপত্র বাছাই শেষে দেশের ৩০০টি আসনের ২ হাজার ৫৬৮টি আবেদনপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৬টি বাতিল ঘোষণা করা হয়েছিল। বাতিল প্রার্থীদের বিপরীতে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। চলমান শুনানিতে আগামী কয়েক দিনে আরও অনেক প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে।

নিজস্ব প্রতিবেদক জানুয়ারী ১০, ২০২৬ 0

ফেসবুক পোস্টকে ঘিরে বিএনপি–এনসিপি সংঘর্ষ, আহত অন্তত ১০

বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান, উত্তরবঙ্গ শহর স্থগিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

0 Comments